গুজবে কান দিবেন না আপনি আমিও তবে আমার একটু ভিন্ন চিন্তা… একমত নাও হতে পারেন…সেজন্য অগ্রিম ধন্যবাদ…
আমাকে একজন বললেন, ভাই ব্যাংকে টাকা না রেখে জমিজমা স্বর্ণ কিনে রাখা ভালো না?
আমি বললাম, ভালো, তবে যিনি জমি স্বর্ণ বিক্রয় করবেন, তিনি এত টাকা একসাথে কোথায় রাখবেন সেটা চিন্তা করেছেন? ? তিনি কিছুক্ষণ মাথা চুলকিয়ে বললেন, ভাই তিনি তো আবার ব্যাংকেই রাখবেন।
আমি বললাম ব্যপার কিন্তু সেটাই….মাঝখান দিয়ে আপনার আমার মত সাধারণ জনগণের ভোগান্তি…
২ টাকার জমি ৩ টাকা দিয়ে কেনার তাড়া..
তিল তিল করে গড়া গচ্ছিত টাকার শ্রাদ্ধ…
অনেকেই মেয়াদের আগে টাকা উত্তোলনের জন্য প্রফিট রিটার্ন দিয়ে আসল টাকার চেয়ে কম টাকা উত্তোলন করতে রাজি হচ্ছেন…
একটা কথা মনে রাখা ভালো, মায়ের পায়ের নিচে বেহেস্ত অনেকেই বলে, স্ত্রীকে প্রাণের চেয়ে ভালবাসে, কিন্তু সবাই মা-বাবা, স্ত্রী – স্বামীর কাছে টাকা না রেখে ব্যাংকারের কাছেই টাকা রাখতে আসেন। ব্যাপারটি যদি হয় আপনার ক্যাশ টাকা, তাহলে এটাই (ব্যাংক) আপনার সবচেয়ে নিরাপদ জায়গা এখনও পর্যন্ত।
কে কোন উদ্দেশ্যে আপনাকে আমাকে উপদেশ দিচ্ছেন, সে সম্পর্কে ১০০% শিওর না হয়ে তার পরামর্শ গ্রহণ করা অনুচিত।
কিছু মানুষ রিজার্ভ বুঝে অর্থনীতি উল্টিয়ে ব্যাংকের টাকা উত্তোলন করতে চাইলেও প্রকৃত সত্য কিন্তু অন্যরকম। গত মাসে সমগ্র ব্যাংকিং সেক্টরে ডিপোজিটের পরিমাণ ছিলো ১৪ লাখ ৬৮ হাজার কোটি টাকা। সুদের হার নগন্য হওয়া সত্ত্বেও এ মাসে সেটা বেড়ে দাড়িয়েছে ১৪ লাখ ৯২ হাজার কোটি টাকা, অর্থাৎ গত এক মাসে ডিপোজিট বেড়েছে ২৪ হাজার কোটি টাকা।
বুঝেন, ২৪ হাজার কোটি টাকা…
আপনার কি মনে হয়, এই ২৪ হাজার কোটি টাকার মালিকেরা অর্থনীতি রিজার্ভের কিচ্ছু বোঝেনা??
ব্যাংক যাচাই বাছাই করে আপনার টাকা রাখতে পারেন, এটা আপনার স্বাধীনতা…
সর্বোপরি, দেশটা তো আমাদেরই প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ।
তাই না?
দেশকে ভালবাসুন।
দেশের টাকা দেশেই রাখুন।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5667caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5667
Leave a Reply