।। মনির উদ্দিন মনি।।
আজকের পর্বে আমাদের দেশের পর্যটন শিল্প কে আন্তর্জাতিক মানের কাছাকাছি নিতে কিছু সুপারিশ করা হবে যা দেশের মর্যাদা কে বহির্বিশ্বে তুলে ধরবে। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য মহান আল্লাহ তায়ালার দান, একে ধরে রাখা ও এর বিকশিত করার দায়িত্ব সকলের। শুধুমাত্র পর্যটন ও পর্যটক দিয়েও আমাদের বৈদেশিক মুদ্রার ভান্ডার কে হৃষ্টপুষ্ট করে তোলা যায়। প্রকৃতির নৈসর্গিক দৃশ্য সারাদেশ জুড়ে বিদ্যমান। আদি ইতিহাস ও ঐতিহ্য ধরে রাখতে পারলেই আমাদের দেশে লক্ষ লক্ষ পর্যটকের পদধূলি ও পদধ্বনি দেখতে পাওয়া যাবে। এ শিল্পের দিকে আন্তর্জাতিক বিনিয়োগ কারিদের আকৃষ্ট করতে পারলে দেশ যেমন অর্থনৈতিক দিকে এগিয়ে যাবে তেমনি হাজার হাজার লোকবলের কর্মসংস্হানের সুযোগ তৈরী হবে যা পক্ষান্তরে বহু পরিবারের দারিদ্রতা ঘুচিয়ে দিতে সাহায্য করবে।
দেশি ও বিদেশি পর্যটক আকৃষ্ট করতে আমাদের অগ্রাধিকার ভিত্তিতে কিছু বিষয় চিহ্নিত করে তা বাস্তবায়ন করতে হবে আন্তরিকতার সাথে।
বিমান ও স্হল বন্দরের আধুনিকায়নঃ দ্রুততার সাথে সম্পন্ন করতে হবে বিমান বন্দরের উন্নত ব্যবস্হাপনা। দৃশ্যমান অহেতুক লোকজনের সমাগম কমাতে হবে। বিভিন্ন বিভাগের গোয়েন্দা লোকজনের শোডাউন করাটা ও বিভিন্ন যাত্রীদের অহেতুক জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করার যে হীন মানসিকতা ও দুর্ব্যবহার এগুলো একেবারেই বেমানান ও আন্তর্জাতিক যাত্রী চলাচল বান্ধব নয়। এসব ব্যাপারে উচ্চ পর্যায় থেকে তরিৎ ব্যবস্হা আমাদের ব্যবস্হাপনা কে আরও উন্নত করতে সাহায্য করবে।
ইমিগ্রেশন বিভাগের কর্তাব্যক্তি দের সভ্যতা ভদ্রতা ও আচরণের মাণও আরো বাড়াতে হবে এবং প্রয়োজনে এসব আচরণগত অভ্যাস উন্নতি করতে প্রায়শই প্রশিক্ষণের আয়োজন করতে হবে। ইমিগ্রেশন বিভাগের আধুনিক যন্ত্রপাতি কম্পিউটার সহ অন্যান্য কারিগরি দিকগুলো কে উন্নত করতে হবে। হাইস্পীড কনফিগারেশনের ব্যবস্থা থাকলে তাদের কাজের গতিও বেড়ে যাবে। অহেতুক প্রশ্নাদি ও কাগজপত্র চেকিংয়ের নামে দীর্ঘ সময় ক্ষেপণের মানসিকতা থেকে বেড়িয়ে আসতে হবে। অযথা অতি উৎসাহী হয়ে ব্যক্তিগত প্রশ্ন করে যাত্রীদের নাজেহাল করা যাবেনা। এধরনের অভিযোগ উঠলে সেই কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে অন্যান্যদেরও পরোক্ষভাবে সতর্ক করার মেসেজ যাবে বলে আমার বিশ্বাস। মহিলা যাত্রীদের ভ্রমণের সময়ও অহেতুক ও অপ্রয়োজনীয় প্রশ্নাদি করে একধরনের ভয়ভীতি সন্চার করা হয় এবং অনেক ক্ষেত্রে তাদের অফলোড করে যাত্রা বাতিল করে দেয়া হয় যা কোনভাবেই মেনে নেয়া যায় না। বর্তমান যুগে মেয়ে বা মহিলারাও ভ্রমণ পিপাসু হয়ে উঠছেন এটা আমাদের মনে রাখতে হবে।
চলবে………..
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5667caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5667
Leave a Reply