1. admin@somoynewsbd.net : admin :
সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০১:০৩ অপরাহ্ন

“সেমস গ্লোবাল ইউএসএ” এবং সিসিপিআইটিটেক্স (CCPITTEX) আয়োজন করছে চারদিন ব্যাপী “১৯তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো ২০২৩ – শীতকালীন সংস্করণ” 

  • সময়: বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ১১৬ View

অনলাইন ডেস্কঃসেমস-গ্লোবাল ইউএসএ এবং চায়না টেক্সটাইল ইন্ডাস্ট্রি এর সাব-কাউন্সিল “চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অফ ইন্টারন্যাশনাল ট্রেড (CCPITTEX),”এর আয়োজনে ১ মার্চ থেকে শুরু হল “১৯তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো ২০২৩ – শীতকালীন সংস্করণ” এবং “৫ম ঢাকা আন্তর্জাতিক ডেনিম শো ২০২৩”। (১-৪) মার্চ, ২০২৩ তারিখ পর্যন্ত ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি), বসুন্ধরা, ঢাকায় চার দিনব্যাপী প্রদর্শনীগুলো অনুষ্ঠিত হবে। 

এই প্রদর্শনীর সহ আয়োজক সিসিপিআইটিটেক্স (CCPIT-TEX) যা ১৯৮৮ সালে চায়না ন্যাশনাল টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল কাউন্সিল এর নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছিল। যারা চীনের টেক্সটাইল ও পোশাক শিল্পকে আন্তর্জাতিক বাজারে নেতৃত্ব প্রদান এবং ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এছাড়াও নেটওয়ার্কিং তৈরির পাশাপাশি কৌশলগত অংশীদারিত্বের অংশ হিসেবে বাজার সম্প্রসারণে প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছে। এবারের প্রদর্শনী  সেমস-গ্লোবাল এবং সিসিপিআইটিটেক্স এর মধ্যকার ৫ম যৌথ প্রচেষ্টা। যা বাংলাদেশের টেক্সটাইল শিল্পের প্রচার ও প্রসারের পাশাপাশি বাংলাদেশের পোশাক শিল্পের রপ্তানি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে।  

“১৯তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো ২০২৩ – শীতকালীন সংস্করণ” এর উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় এর মাননীয় মন্ত্রী জনাব গোলাম দস্তগীর গাজী,বীরপ্রতীক,এমপি। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমইএ-এর সহ সভাপতি মোঃ শহীদউল্লাহ আজিম, বিকেএমইএ এর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, জনাব ঝাং তাও, ভাইস প্রেসিডেন্ট, সিসিপিআইটি-টেক্স, শ্রী সুনীল পাটোয়ারী, চেয়ারম্যান, টেক্সপ্রোসিল এবং সং ইয়াং, বাণিজ্যিক কনস্যুলেট, গণপ্রজাতন্ত্রী চীন দূতাবাস, বাংলাদেশ। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেমস্গ্লোবালএরপ্রেসিডেন্টঅ্যান্ডগ্রুপম্যানেজিংডিরেক্টরজনাবমেহেরুনএনইসলাম

প্রধান অতিথি বস্ত্র ও পাট মন্ত্রণালয় এর মাননীয় মন্ত্রীজনাব গোলাম দস্তগীর গাজী,বীরপ্রতীক,এমপি বলেন- বর্তমান সরকার শিল্প ও বাণিজ্য ক্ষেত্রে ব্যাপক উন্নয়নের জন্য জননেত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নতুন নতুন শিল্পাঞ্চল গড়ে তোলা হচ্ছে। ২০৪০ সাল নাগাদ উন্নত দেশে উন্নীত হবার রূপকল্প বাস্তবায়নে পোশাক শিল্পকে অন্যতম প্রধান অর্থনৈতিক খাত হিসেবে গড়ে তোলার জন্য বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে চলেছে। তিনি আরও বলেন- সেমস গ্লোবাল এর এই ধরনের আয়োজন দেশি-বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ আকর্ষণ, দ্রুত শিল্পায়ন, পণ্যের বহুমুখীকরণ, রপ্তানি আয় বৃদ্ধি এবং সর্বোপরি বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ সৃষ্টি করবে বলে আমি আশা করছি।  

অনুষ্ঠানেরসভাপতি সেমস্ গ্লোবাল এর প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর জনাব মেহেরুন এন. ইসলাম বলেন, কোভিড-১৯ মহামারীর পর ২০২১ সালে আমরা খুব সফলভাবে “টেক্সটেক বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো” সহ অন্যান্য গুরুত্বপূর্ণ প্রদর্শনীর আয়োজন সফল্ভাবে সম্পন্ন করতে পেরেছিলাম এবং ব্যবসায়ী ও উদ্যোক্তা মহল থেকে ব্যাপক সাড়া পেয়েছি। সেই ধারাবাহিকতায় নিয়মিত আয়োজনের অংশ হিসেবে এই বছরের প্রথম প্রদর্শনী “১৯তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো ২০২৩ – শীতকালীন সংস্করণ” এবং “৫ম ঢাকা আন্তর্জাতিক ডেনিম শো ২০২৩” আয়োজন করতে যাচ্ছি। এক্ষেত্রে সবার সহযোগিতা একান্তভাবে কামনা করছি।  

গণপ্রজাতন্ত্রী চীন দূতাবাস, বাংলাদেশের কমার্শিয়াল কনস্যুলেট জনাব সং ইয়াং বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে টেক্সটাইল ও গার্মেন্টস সেক্টরে পারস্পরিক সহযোগিতার একটি শক্তিশালী ভিত্তির পাশাপাশি বৃহত্তর সম্ভাবনাও রয়েছে। আমি আশা করি দুটি দেশের সহযোগিতা মুলক সম্পর্ক এই শিল্পে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি বাণিজ্যিক সম্ভাবনা বিস্তৃত করতে সহায়ক ভুমিকা পালন করবে।   

বিজিএমইএ-এর প্রেসিডেন্ট জনাব ফারুক হাসান বলেন- বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এই ধরণের প্রদর্শনী ব্যবসায়ী, ক্রেতা, ও উদ্যোক্তাগণের মধ্যে সহযোগিতা বৃদ্ধিতে সহায়ক হবে এবং অর্থনৈতিক সম্পর্ককে আরো বেগবান করবে। সেই সঙ্গে দেশীয় ও আন্তর্জাতিক ব্যবসার ক্ষেত্রে নতুন নতুন বাজার সৃষ্টিতে ভূমিকা পালন করবে। 

বিকেএমইএ এর নির্বাহী সভাপতি জনাব মোহাম্মদ হাতেম যোগ করেন – বাইরের জগতের কাছে বাংলাদেশকে নতুনভাবে ব্যবসাবান্ধব দেশ হিসেবে উপস্থাপনে এই ধরনের প্রদর্শনী শিল্প ও বাণিজ্যের ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করবে।  

কটন টেক্সটাইলস এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল (টেক্সপ্রোসিল) এর চেয়ারম্যান শ্রী সুনীল পাটোয়ারী, বলেন- প্রতি বছরই, B2B ট্রেড ইভেন্ট এবং প্রদর্শনীর গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। এই প্রদর্শনীতে অংশ নেওয়া TEXPROCIL-এর জন্য অত্যন্ত সম্মানের। এই প্রদর্শনীর মাধ্যমে বাংলাদেশী ক্রেতাদের সাথে সরাসরি আলাপচারিতার মাধ্যমে ভারতীয় প্রতিনিধিরা বাজার সম্প্রসারন, বাণিজ্যিক সম্ভাবনা তৈরি এবং  ব্যবসায়িক অংশীদারদের মধ্যে সম্পর্ক তৈরি করতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে।  

চীনের টেক্সটাইল শিল্পের উপ-কাউন্সিল, সিসিপিআইটি-টেক্স এর ভাইস চেয়ারম্যান, জনাব ঝাং টাও বলেন, গুনগত মানসম্পন্ন সুতা এবং ফ্যাব্রিক উত্পাদন কারীদের মধ্যে এই প্রদর্শনীর গুরুত্ব অনেক। বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের জন্য এটি একটি ওয়ান-স্টপ B2B নেটওয়ার্কিং প্লাটফর্ম। তৈরি পোশাক শিল্পের চাহিদা পূরণের জন্য, এটি সুতা, ফ্যাব্রিক এবং আনুষঙ্গিক সরঞ্জাম প্রস্তুতকারকদের জন্য, তাদের অত্যাধুনিক পণ্য এবং উদ্ভাবনগুলি প্রদর্শনের জন্য একটি মূল প্ল্যাটফর্ম হবে। 

“১৯তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো ২০২৩ – শীতকালীন সংস্করণ” এবং “৫ম ঢাকা আন্তর্জাতিক ডেনিম শো ২০২৩” বাংলাদেশের ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক ও ডেনিম এবং আনুসঙ্গিক যন্ত্রাংশের তথা বাংলাদেশের টেক্সটাইল এবং গার্মেন্টস শিল্পের অন্যতম বড় এবং পুরনো আন্তর্জাতিক প্রদর্শনী। এই প্রদর্শনীতে ৫০০ এর অধিক বুথ সহ ১২ টি দেশের প্রায় ৩৫০ টির ও বেশি কোম্পানি প্রতিনিধিত্ব করছে । এই শিল্পের জন্য অত্যাধুনিক এবং নতুন প্রযুক্তি প্রদর্শনের জন্য এটি একটি ওয়ান-স্টপ প্ল্যাটফর্ম। যেখানে প্রদর্শন এবং সরাসরি ইন্টারঅ্যাকশনের মাধ্যমে প্রদর্শকদের জন্য একটি ইন্টারেক্টিভ প্ল্যাটফর্ম তৈরি হহবে।  

প্রদর্শনীগুলো প্রতিদিন সকাল ১০.৩০টা থেকে সন্ধ্যা ৭.৩০টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। বিস্তারিত জানার জন্য, ভিজিট করুন: https://winter.bd.cems-yarnandfabric.com/ এবং https://www.cems-denimshow.com/. 

0Shares

Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5583

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Deprecated: Function WP_Query was called with an argument that is deprecated since version 3.1.0! caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5667
© Somoynewsbd
Theme Customized By BreakingNews