– মাহবুব করিম
বলতো মা আমি কে ?
আমি হলাম ১৪ ফেব্রুয়ারির পর তোমার গর্ভে রাতের আধাঁরে লুকিয়ে জন্ম নেয়া সেই হতভাগা সন্তান…
জানো মা ? তুমি চলে আসার পর আমার সাথে কি হয়েছিলো ? তুমি যখন কাপড় দিয়ে ঢেকে আমায় ফেলে আসলে, আমি চোখ খুলে দেখি তুমি নেই ! এদিক ওদিক সব দিক তোমায় খুঁজলাম, চারিদিক অন্ধকার, বুঝে নিলাম তুমি নেই
আমি তো তোমায় ‘মা’ ডাকতে শিখিনি তখনো, কিন্তু আমি জানতাম আমার চিৎকার শুনে তুমি দৌড়ে ছুটে আসবে। তাই চিৎকার করে কাঁদতে লাগলাম…
জানো ‘মা’ আমার চিৎকারে তুমি এলেনা ঠিকই,
কিন্তু রাস্তার কুকুরগুলো আমার কান্না শুনে ঠিকই আমায় খুজে নিলো। আমি ভাবলাম কুকুর গুলো বুঝি আমায় তোমার কাছে নিয়ে যাবে…
কিন্তু না মা! তোমার কাছে নেওয়ার জন্য না। ওরা এসেছে আমায় খাওয়ার জন্য। একটা দুইটা কুকুর না মা অনেক কুকুর! কি ধাঁরালো দাঁত ওদের…
আমায় দেখেই ওদের মুখ দিয়ে লালা পড়ছিলো। প্রথমে একটা কুকুর এসে নখ দিয়ে আমার নরম পাজঁর গুলো ছিড়লো। তারপর আরো দুইটা কুকুর মাথাটা নিয়ে কি টানাটানিই না করছিল, তখন কি যন্ত্রনাই না মা হচ্ছিলো, তুমি বুঝবেনা মা! বুঝলে কি আর আমায় ফেলে যেতে ?
জানো ‘মা’ ওরা যখন আমায় টানাটানি করছিলো, একটা সময় আমার যন্ত্রনাটাও কমে গেল। কমবে না কেন বল ? আমার তুলতুলে নরম খাঁচাটি ভেঙে প্রান পাখিটা তো ততক্ষণে উড়ে গেছে !
জানিনা কে তোমায় ভালবাসি বলে কাছে টেনে নিয়ে আমায় জন্ম দিয়ে গেল। ও না হয় অমানুষ ছিল, কিন্তু তুমি তো মা ! তবে তুমি কেমনে পারলে আমায় আবর্জনার স্তূপে ফেলে দিতে ?
যদি নিজের মান সম্মানের কথা এতই ভাবতে, তবে মানুষরূপী ঐ পশুটির কাছে গিয়ে আমাকে জন্ম দিলেই বা কেন.? কেনই বা এমন মানুষের কাছে নিজের সব কিছুই উজাড় করে দিলে ?
ভালবাসার অর্থ কি মা বিবাহের পূর্বে এক বিছানায় রাত্রি যাপন করা ? ভালবাসার অর্থ কি মা আমার মত নিষ্পাপ সন্তানকে লোকের অগোচরে জন্ম দিয়ে কুকুর দিয়ে খাওয়ানো?
তবে শোন মা….
এমন ভালবাসা পাওয়ার আগেই ভারাক্রান্ত হৃদয়ে আমি দুনিয়া থেকে বিদায় নিলাম! আমি হাশরের দিন তোমার জন্য সুপারিশ করবো মা। আল্লাহ তায়ালা তোমায় যাতে ক্ষমা করে দেয়।
কি করবো বলো ? তুমি আমার কথা না ভাবলেও আমি তোমার কথা ঠিকই ভেবে রেখেছি। মা তোমার কাছে শুধু একটা অনুরোধ, যদি সন্তানকে লোকের সামনে আনতে এতই লজ্জা করে তোমার, তবে আর কখনো আমার মত অবৈধ সন্তানেরর জন্ম দিওনা।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5667caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5667
Leave a Reply