মঞ্জুর আহমেদ: ইয়ুথ ফর বেটার ফিউচার সোসাইটির (ওয়াইবিএফ) উদ্যোগে ইঞ্জিনিয়ারিং সামিট অনুষ্ঠিত।
৩ মার্চ ২০২৩, শুক্রবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটের কাউন্সিলিং অডিটোরিয়ামে তৃতীয়বারের মত এ সামিটের আয়োজন করা হয়।
ওয়াইবিএফ সভাপতি জনাব হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুর রহিমের সঞ্চালনায় সামিটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার প্রফেসর ড.শামীম জামান বসুনিয়া, সাবেক ডিন, স্কুল অফ সিভিল ইঞ্জিনিয়ারিং, বুয়েট।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড.শামীম জামান বসুনিয়া বলেন, দেশ গঠন করার ক্ষেত্রে ইঞ্জিনিয়ারদের ভূমিকা অনেক বেশি। সব কিছু উন্নয়নে ইঞ্জিনিয়ারদের অবদান রয়েছে।
আগামী দিনে ইঞ্জিনিয়ারা যত দক্ষতা অর্জন করবে দেশ তত বেশি উন্নত হবে।ওয়াইবিএফ সভাপতি হুমায়ুন কবির বলেন, আজকের ইঞ্জিনিয়ারিং সামিটে উপস্থিত সকলকে উদ্দেশ্য করে বলেন, একদিন তোমরা স্বনামধন্য ইঞ্জিনিয়ার হয়ে দেশের নাম বিশ্বের বুকে উজ্জ্বল করবে। যেভাবে উজ্জ্বল করেছিলেন বাংলাদেশী ইঞ্জিনিয়ার এফ আর খান। তিনি সবার কাছে দেশ গড়ার জন্যে সুনাগরিক হবার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বুয়েট বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের প্রফেসর ফখরুল ইসলাম,ড্যাফোডিল ডীন ও বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি ইঞ্জিনিয়ার প্রফেসর ড. মোঃ শামসুল আলম, স্কুল অফ ইঞ্জিনিয়ার্স এর কো-ফাউন্ডার ইঞ্জিনিয়ার মাহমুদ প্রমুখ।
উক্ত সামিটে নর্থ সাউথ,ব্রাক, ড্যাফোডিল, ইস্ট-ওয়েস্ট, নর্দান, সোনারগাঁও, সাউথইস্ট, মানৱাত, উত্তরা, বিইউবিটি সহ দেশের ৫০টি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রায় ৭০০ ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, ওয়াইবিএফ ২০০৯ সালে প্রতিষ্ঠিত সরকারি অনুমোদনপ্রাপ্ত একটি সামাজিক সংগঠন। প্রতিষ্ঠাকাল থেকে সংগঠনটি বিভিন্ন সামাজিক ও ছাত্রকল্যান এবং জনকল্যানমূলক কাজ করে যাচ্ছে । বিশেষ করে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের ক্যারিয়ার ও লিডারশিপ ডেভেলপমেন্টে প্রতিবছর বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।সবশেষে তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5667caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5667
Leave a Reply