।। মনির উদ্দিন মনি ।।
একটি ভয়াবহ রাজনৈতিক পরিস্থিতি সামনে এগিয়ে চলেছে। বাংলাদেশের মানুষ সর্বদা ই শান্তির পক্ষে। একটি উদিয়মান অর্থনৈতিক প্রবৃদ্ধির দেশে শুধুমাত্র রাজনীতিবিদদের রাজনৈতিক চালে ভুলের কারণে শত হাজার লক্ষ কোটি জণগণ ভুক্তভোগী হবে এটা কোন দেশপ্রেমিক মানুষের কাম্য হতে পারেনা।
এ দেশের ইতিহাস নিয়ে ঘাটলে আপনি দেখবেন অতীতে যারা রাজনীতি করেছেন তারা জনগণের অনুরোধে রাজনীতি তে সম্পৃক্ত হয়েছেন বা হয়েছিলেন। তাদের উচ্চ মেধা প্রজ্ঞা বুদ্ধিমত্তা ও দূরদর্শিতা দেশ ও জণগণের ভাগ্য পরিবর্তনের কাজে এসেছে। তাদের মনে কোন কলুষতা আর্থিক সুবিধা নেয়া কখনো তাদের ধ্যানে জ্ঞানে ছিলনা। উপরন্তু তাদের আত্বত্যাগ ও নিজেদের পারিবারিক জমানো টাকা ও সম্পদ জনস্বার্থে খরচ করতেও দ্বিধাবোধ করতেন না। এসব কাজে তাদের ত্যাগস্বীকারে সাধারণ মানুষ উৎসাহীত হতো, দেশপ্রেমের শিক্ষা পেত।
বর্তমান প্রেক্ষাপট তার বিপরীতে চলছে। যে কারণে এদেশের প্রকৃত রূপ ভিন্ন মাত্রায় বিকশিত হচ্ছে। পেশী শক্তি আর অবৈধ ও অনৈতিকভাবে কামানো অর্থে রাজনৈতিক মাঠ তার ঐতিহ্য ও প্রয়োজনীয়তা হারাতে বসেছে। এটা ভবিষ্যত রাজনীতি ও পরবর্তী প্রজন্মকে বিষাক্ত পরিবেশে নিয়ে যেতে অনুপ্রাণিত করবে যা হবে একটি স্বাধীনচেতা জনগোষ্ঠীকে ভিন্ন পথে পরিচালনার নামান্তর।
রাজনীতি ও রাজনৈতিক মাঠে এখন যারা বিচরণ করছেন তাদের যোগ্যতা নিয়েও অনেক প্রশ্ন ও সমালোচনা হরহামেশা মাঠে ঘাটে শুনতে পাওয়া যায়। একেবারে তৃণমূলের মানুষদের মুখেও অনেক নেতাদের নিয়ে অরুচিকর কথাবার্তা শোভনীয় পর্যায়ে পরে না, অথচ তারাও থেমে নেই। আর অপরিপক্ক অনভিজ্ঞ নেতাদেরও লাগামহীন বক্তৃতা ও কথাবার্তা দলের ভাবমূর্তিকে কোথায় নিয়ে যাচ্ছে এটাও যেন উচ্চ পর্যায়ের নেতাদের কর্ণপাত হয়েও হয় না।
আগামী দিনের রাজনৈতিক অঙ্গনকে যারা কলুষিত করে চলেছেন তারা কি কখনও ভেবে দেখেছেন তাদের ভবিষ্যতে কি শাস্তি অপেক্ষা করছে? একটি জাতি ও সুষ্ঠু রাষ্ট্র ব্যবস্হা কোন এক সময় তাদের বিচারের কাঠগড়ায় দাড়া করাবে এটা যেন রাজনীতিবিদরা ভুলে না বসেন। ইতিহাস বলি আর প্রকৃতিই বলি কেউ অপরাধী কে ক্ষমা করে না।
চলবে………
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5667caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5667
Leave a Reply