।। *মনির উদ্দিন মনি* ।।
নির্বাচনকালীন পরিবেশ তৈরী করতে রাজনীতিবিদদের সারা বছরই রাজনৈতিক চর্চার মাধ্যমে দলের কর্মীদের ও তৃনমূল নেতাদের নিয়ে নৈতিকতা ও মূল্যবোধের উপর ঘনঘন প্রশিক্ষণ দিয়ে আগামী দিনের রাষ্ট্র নায়কের যোগ্য করে গড়ে তোলা উচিৎ। বিশ্ব ও জাতীয় রাজনৈতিক ইতিহাস, প্রথিতযশা রাজনৈতিক নেতাদের বর্ণাঢ্য জীবন ও দেশের জন্য ত্যাগস্বীকার করার ইতিহাস তুলে ধরে রাজনৈতিক কর্মী তৈরীর মাধ্যমেই দেশপ্রেমিক নেতৃত্ব গড়া সম্ভব। জনকল্যাণ মূলক কর্মকাণ্ড ও সামাজিক দায়িত্বজ্ঞান দিয়ে তাদের গড়তে পারলে ভবিষ্যতে সুনেতৃত্ব পাবে এদেশের জণসাধারণ।
বাংলাদেশের মানুষের মেধা, মানবিক জ্ঞান, সহমর্মিতা পরোপকার, আতিথেয়তা ও ত্যাগ স্বীকার সারা বিশ্বের মানুষের কাছে প্রশংসনীয় হয়ে চলেছে। এ অর্জনক্ষম জনগোষ্ঠীকে সুশাসন ও সুনেতৃত্ব দিয়ে গড়ে তুলতে পারেন একমাত্র রাজনীতিবিদরা। তাদের চারিত্রিক বৈশিষ্ট্য তৃণমূলের নেতারা অনুসরণ করে চলেন। এক পর্যায়ে এটি তার চরিত্রে প্রতিফলন হয়ে যায়। যা পরবর্তী প্রজন্ম চর্চা করে চলতে থাকে এবং দেশবাসীও সেটা গ্রহণ করে থাকে। এজন্যই নেতাদের আগে সভ্য ও নৈতিক ভাবে সুন্দর জীবন ধারণ করতে হবে।
জনশ্রুতি আছে স্বাধীনতা পূর্বের সময় কালের ভারত উপমহাদেশের রাজনৈতিক নেতাদের পারস্পরিক সখ্যতা ছিল অনুকরণীয়। বিভিন্ন ধর্মে তারা বিশ্বাসী হলেও নীতি নৈতিকতায় তাদের মধ্যে একতা এবং অভিন্নতা ছিল উল্লেখ করার মতো। তাদের মন মানসিকতা ছিল অসাম্প্রদায়িক ও হৃদ্যতাপূর্ণ যা সকলের কাছেই ছিল প্রশংসনীয়। সম্মান ও পারস্পরিক শ্রদ্ধাবোধ মেনেই তারা রাজনীতি করতেন। পেশিতন্ত্র ও ক্ষমতার অপব্যবহার তাদের মন মানসিকতাতে ছিল না। তারা নিজেরা যেমন এমন ধ্যান ধারণা লালন করতেন না তেমনিভাবে এসবের প্রশ্রয় কেউ তাদের কাছ থেকে পেত না।
আমাদের রাজনৈতিক অঙ্গনে এসব শিক্ষা ও উদাহরণ খুব বেশি প্রয়োজন বর্তমান প্রেক্ষাপটে। পরমত সহিষ্ণুতা, সম্মানবোধ ও সহমর্মিতার শিক্ষার উপর সবিশেষ গুরুত্ব দিলেই রাজনৈতিক মাঠ হবে আদর্শের ও যুক্তির লড়াইয়ের মাঠ। যা আমাদের ভবিষ্যত প্রজন্ম কে সবুজ সংকেত দিবে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার।
চলবে…………
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5667caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5667
Leave a Reply