।। *মনির উদ্দিন মনি* ।।
একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র ব্যবস্হায় রাজনৈতিক চর্চা মুক্ত মনে সবাই করার অধিকার রাখে। এটা সংবিধানে প্রদত্ত অধিকার নাগরিকদের জন্য। যতো বেশি পরিচ্ছন্ন রাজনৈতিক চর্চা হতে থাকবে ততো বেশি সে রাষ্ট্র সুসভ্য ও আধুনিক নাগরিক গড়ে তুলতে সহায়ক হবে। সুসভ্য নাগরিক পরিচালিত শাসন ব্যবস্হা রাষ্ট্রের কল্যাণে সর্বদাই নিয়োজিত থাকবে। এতে করে আন্তর্জাতিক অঙ্গনে রাষ্ট্রের মর্যাদা বাড়বে এবং অন্য জাতির কাছে এদেশের নাগরিকদের মূল্যায়ন হবে অন্যদের কাছে ঈর্ষণীয়।
স্বাধীনতার ৫২ বছরে উল্লেখ করার মতো অনেক অর্জন আছে আমাদের। অনেক হতাশা গ্লানিও তেমন আছে। কতিপয় ব্যক্তির ব্যক্তি স্বার্থপরতা আমাদের অগ্রগতি কে বারবার রুখে দিয়ে বাধাগ্রস্ত করছে। কঠিন ও কঠোরতার সাথে এসব প্রতিরোধ করতে পারলে সমাজ ও রাষ্ট্রে আরো সফলতা দেখা যেত।
দুর্নীতি ও স্বজনপ্রীতি আমাদের কোথায় নিয়ে গিয়েছে ও যাচ্ছে তা যদি এক এক করে হিসাব কষতে যান দেখতে পাবেন এর ভয়াবহতা কত গভীরে ও উচুতে। যারা বা যে কতিপয় ব্যক্তি এসব কার্যকলাপ করে চলেছেন তারা কিন্তু কেউ সাধারণ ব্যক্তি বা গোষ্ঠী নন। তাদের পরিচয় ও বৃত্তান্ত জানলে আপনি হয়তো অবাক হয়ে যাবেন। অথচ তাদের ভিতরে এ অনৈতিকতা কোন আচড়ই কাটে না। এমনকি আমরা এসব ব্যক্তিদের ঘৃণা করার মতো ভাষাই জানিনা। লজ্জাবোধ লোক লৌকিকতা ও সমাজে মুখ দেখানো তাদের কাছে কোন বিষয় বা ব্যাপারি ই না।
কত হাজার লক্ষ মানুষের জীবনের বিনিময়ে আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছে এ ভাবনা অনেক রাজনীতি বিদদের ভিতরেই নেই। মুক্তিযুদ্ধের চেতনা কি ছিল কি আশা ও ভরসা নিয়ে আমরা এদেশে স্বাধীনতা এনেছি তা লুটেরাদের ধ্যানে জ্ঞানে নেই। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশকে এগিয়ে নেয়ার যে স্পৃহা তা এখনকার প্রজন্মের কয়জন রাজনীতাবিদের ভিতরে আপনি দেখতে পান ভেবে দেখেছেন কি কখনও?
ত্যাগস্বীকার ও ত্যাগের মহিমায় কতজন উজ্জীবিত হয়ে রাজনীতি করেন? বায়ান্নর ভাষা আন্দোলন দিয়ে যে উজ্জীবন এ জাতির শুরু হয়েছিল স্বাধীনতার বায়ান্ন বছর পরে সে উজ্জীবিত উজ্জ্বলতা আজ কোথায় হারিয়ে গেল? ভেবে দেখার অনুরোধ নতুন প্রজন্মের কাছে।
চলবে……..
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5667caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5667
Leave a Reply