দ্রব্যসামগ্রী ‘র অসহনীয় মূল্যবৃদ্ধি সমাজে দিন দিন বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে। সাধারণ মানুষের আয় রোজগার বৃদ্ধির কোন লক্ষণ নাই বা আয় রোজগার বৃদ্ধি পেতে পারে এমন কোন সরকারি বা বেসরকারি উদ্যোগও নাই। মানুষের ভিতরের মনের কষ্টের কথা বলার কোন জায়গাও নাই, শোনার মতো কোন ব্যক্তি বা কর্তৃপক্ষও নাই। এহেন পরিস্থিতিতে ধনাঢ্য ব্যক্তিদের দায়িত্ব বোধ বলতে কিছু আছে এমনটিও সমাজের কোথায়ও চোখে পরছে না। অথচ তাদেরও এই সময় বিশাল কিছু অবদান দরিদ্র জনগোষ্ঠীর প্রত্যাশা ছিল।
রাজনৈতিক নেতৃবৃন্দ ক্ষমতা ধরে রাখা ও ক্ষমতায় যাওয়ার স্বপ্নে বিভোর। সামাজিক কর্মসূচি ও সামাজিক দায়িত্ব তাদের উপরই যে বর্তায় এটাও যেন বেমালুম ভুলে বসে আছেন দায়িত্বশীল শীর্ষ নেতৃত্ব। যে জণসাধারণ নিয়ে আগামী দিনের পথচলা আগামী দিনের সুন্দর স্বপ্নের বাংলাদেশ গড়বেন তাদের যে এখন ত্রাহী ত্রাহী অবস্থা তারা বুঝেও না বুঝার ভান করছেন, দেখেও না দেখার মতো করে এড়িয়ে চলছেন।
হালের ব্যবসায়ী সম্প্রদায়ের যে নৈতিকতা বলে কিছু আছে তাদের ব্যবসায়িক কার্যক্রম দেখে সেটা বিশ্বাস করার কোন কারণ নেই। যে মালামাল তার বৃহৎ গুদামঘর গুলোতে বহু আগেই কেনা অবস্থায় মজুদ করা আছে তা রাতারাতি একটি দলগত সিদ্ধান্ত নিয়ে সবাই মিলে বিক্রয় মূল্য বাড়িয়ে দিয়ে মূহুর্ত্তের ভিতরে হয়ে যান কোটিপতি। কি এক আযব ব্যবস্হাপনার ভিতরে আমরা বসবাস করে আসছি।
দিনের পর দিন মানুষের ভিতরে কষ্টের একটি ভাষা জমা হয়ে চলেছে। দেশের মানুষ ভালো নেই এটা রাজনীতিবিদদের সবার আগে বুঝতে পারার কথা। কিন্তু তাদের কার্যক্রম বা সামাজিক কোন দায়িত্ব পালন কেউ করছেন না। কেমন অস্বাভাবিক পরিস্হিতির ভিতরে আমাদের বসবাস। গণমানুষের পুন্জিভীত ক্ষোভের বহিঃপ্রকাশ অনেক সময় নিয়ণ্ত্রের বাইরে চলে যায়। এমন ইতিহাস এদেশের অনেকবার হয়েছে বা ঘটেছে। কোথা থেকে শুরু আর কোথায় শেষ তা কেউ পূর্ব থেকে অবগত হতে পারে নাই।
সামনের দিনগুলো তে রাজনৈতিক বহুবিধ কর্মসূচি আসতেই থাকবে। কারণ নির্বাচন ঘনিয়ে আসছে। রাজনৈতিক স্বার্থে রাজনীতি বিদরা নানান অংক কষবেন নানান খেলায় মেতে উঠবেন। দেশের ভবিষ্যত নিয়ে রং বেরংয়ের স্বপ্ন দেখাবেন জণগনের সমর্থন তাদের অনুকূলে নেয়ার জন্য। সাময়িক নগদ নারায়ণ পেয়ে দরিদ্র জনগোষ্ঠীর কেউ কেউ সঠিক মূল্যায়ন না করে অনেক বড় বড় ভুল করে বসবেনও হয়তো। যা ভবিষ্যতে কপাল ঠুকরিয়েও সমাধান করা যাবে না।
নির্বাচনের সময় যত ঘনিয়ে আসবে ততো বেশি আমজনতার মূল্যায়ন বাড়তে থাকবে রাজনীতি বিদদের কাছে। সময়ের প্রয়োজনে সাধারণ জনতা তখন শক্তিশালী হয়ে উঠতে থাকবে রাজনৈতিক নেতাদের নেতৃত্বে। সুনেতৃত্ব ও সঠিকভাবে কর্মীদের পরিচালনা করতে ব্যর্থ হলে সমাজে অস্হিরতা দেখা দিবে। অকল্যাণকর যে কোন কর্মসূচি জাতীয় ক্ষতির কারণ হতে পারে এটা সরকারী ও অন্যান্য সকল দলের নেতাকর্মী ও দেশবাসী কে সতর্কতার সাথে লক্ষ্য রাখতে হবে। এদেশ সবার, সবারই অধিকার ও দায়িত্ব আছে দেশকে ভালো রাখার।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5667caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5667
Leave a Reply