জবি প্রতিনিধি:
অবশেষে একক ভর্তি পরীক্ষার জন্য কেন্দ্রীয় ও ইউনিট ভিত্তিক কমিটি গঠনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে গুচ্ছ পরীক্ষা থেকে বিদায় নিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার (৬ এপ্রিল) ৬৫তম বিশেষ একাডেমিক কাউন্সিলে এ কমিটি গঠিত হয়।
জবি প্রশাসনের এ পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।
সাধারণ শিক্ষার্থীদের মধ্যে থেকে আধুনিক ভাষা ইন্সটিটিউটে মাস্টার্সে অধ্যয়নরত শিক্ষার্থী রিসাত রহমান স্বচ্ছ বলেন, বিগত দুই বছরের গণবিজ্ঞপ্তি দিয়েও আসন সংখ্যা পূর্ণ হচ্ছিলো না। এতে বিশ্ববিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থী ভর্তির গুণগত মানের উপর প্রভাব পড়েছে। এ সিদ্ধান্তের ফলে তা নিরসন হবে।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তাসনিম নাহার প্রাপ্তি নামের অপর এক শিক্ষার্থী বলেন, নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিলে তা মেধাবী শিক্ষার্থী প্রাপ্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জবি সাংস্কৃতিক কেন্দ্রের সাবেক সাধারণ সম্পাদক ও মাদকবিরোধী ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি মো: নাজমুল হুদা এর মত অনেক সাবেক শিক্ষার্থী মনে করেন, গুচ্ছতে যাবার ফলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় তার স্বকীয়তা হারিয়ে ফেলছিল। মেধাবী শিক্ষার্থী না পাওয়ায় জবির মান নিয়ে প্রশ্ন উঠেছিল যা আশা করি আবার ফিরে পাবে।
মনোবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী আরিফ স্বস্তি প্রকাশ করে বলেন, এমন সিদ্ধান্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্ত গ্রহন ও দ্রুত বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকই সাধুবাদ জানিয়ে পোস্ট করেছে জবির বিভিন্ন কমিউনিটি গ্রুপে।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5667caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5667
Leave a Reply