নিজস্ব প্রতিবেদক: অর্থ আত্মসাৎ, চুক্তির শর্তভঙ্গ ও প্রতিষ্ঠানের সম্মানহানীর প্রতিবাদে গতকাল সকালে ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্রাব) এ জায়গার মালিকের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভিভো বিল্ডার্স লিঃ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভিভো বিল্ডার্স লিঃ এর চেয়ারম্যান মোঃ আব্বাস উদ্দিন এবং ব্যবস্থাপনা পরিচালক মোঃ জুয়েল মুন্সি। লিখিত বক্তব্য পাঠ করেন কোম্পানীর লিগ্যাল এ্যাডভাইজার এ্যাড. আব্দুল্লাহ আল মনসুর। তিনি বলেন, ২৮/০৬/২০২২ তারিখে রাজধানীর সিদ্ধেশ্বরী ৯৩, নিউ সাকুর্লার রোডস্থ লিলি প্লাজা মার্কেটের স্বত্বাধিকারী বর্তমান ওয়ারিশ মোসলেমা আক্তার মির্জা, মির্জা মুন্নাফ বেগ ও নাহরীন মির্জার সহিত অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নী ও দ্বিপাক্ষিক নির্মাণ চুক্তিপত্র দলিল উভয় পক্ষের মধ্যে সম্পাদন হয়। নির্মাতা কোম্পানী পাওয়ার রেজিষ্ট্রির সময় চুক্তিপত্রের শর্ত অনুযায়ী নগদ ২ কোটি টাকা মোসলেমা আক্তার ও তার ছেলে মির্জা মুন্নাফ বেগকে প্রদান করেন। চুক্তি অনুযায়ী এক মাসের মধ্যে জমি খালি করে দেয়ার শর্ত থাকলেও মালিক পক্ষ নানা অযুহাতে সময় ক্ষেপন করে। এমনকি কোম্পানীর পরামর্শে মালিক পক্ষ মার্কেট খালি করার উদ্দেশ্যে ভাড়াটিয়া দোকানদারদের নিকট লিগ্যাল নোটিশ পাঠালেও তাদের অসহযোগিতার কারণেই তা সফল হয়নি। তিনি আরো বলেন, পরবর্তীতে তাদের সার্বিক কর্মকান্ড, অসংলগ্ন আচরণ এবং বিশ্বস্ত খবরের মাধ্যমে জানতে পারি কোম্পানীর টাকা আত্মসাতের উদ্দেশ্যে লোভের বশবর্তী হয়ে মোসলেমা আক্তার আমাদের সাথে চুক্তি বলবৎ থাকাবস্থায় অপর একটি কোম্পানীর সাথে একই জমি দিয়ে চুক্তিবদ্ধ হওয়ার পায়তারা করছে। এ অবস্থায় কোম্পানী জমিদারগণকে লিগ্যাল নোটিশ দেয়। কিন্তু তাতে তারা বিন্দুমাত্র কর্নপাত করেনি। পরবর্তীতে জমি খালি করার জন্য আমরা আদালতে মামলা করি, যা চলমান রয়েছে। এতে তারা ক্ষিপ্ত হয়ে কোম্পানীর বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করে এবং এপ্রিলের ১ তারিখে ভিভো বিল্ডার্সের বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা বানোয়াট তথ্যের উপর সংবাদ সম্মেলন করে। এতে প্রতিষ্ঠানের অপপ্রচারের পাশাপাশি মারাত্মক সম্মানহানী ঘটেছে। ইতোমধ্যে রাজউক ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন লিলি প্লাজা ভবনটিকে ঝুঁকিপূর্ণ ও পরিত্যাক্ত ঘোষণা করেছে। তারা দাবি করেন, মোসলেমা আক্তার মির্জা গং সুপরিকল্পিতভাবে ভিভো বিল্ডার্সকে মিথ্যার জালে ফাঁসিয়ে তাদের ব্যাপক ক্ষতিসাধণ ঘটিয়েছে। তাদের উপর্যুক্ত শাস্তি এবং কোম্পানীর আর্থিক ক্ষতির হাত থেকে বাঁচাতে তারা প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5667caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5667
Leave a Reply