মো. রুবেল হোসেন (পাবিপ্রবি) : সংযম, আত্মশুদ্ধি, ত্যাগ ও মহিমার মাস পবিত্র মাহে রমজান। এই মাহে রমজানে মুসলমানদের দুটি আনন্দঘন মুহূর্তের মধ্যে একটি হচ্ছে ইফতার। আর এই ইফতারকে কেন্দ্র করেই পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ক্যাম্পাসজুড়ে শিক্ষার্থীদের মধ্যে চলছে উৎসবমুখর ইফতার।
পবিত্র রমজান মাসেও বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম চলমান থাকায়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ফিরে পেয়েছে রমজান মাসে তার নিজস্ব সেই চিরচেনা আমেজ।
আসরের পর থেকেই দেখা যায়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠ ও কবি বন্দে আলী মিয়া মুক্তমঞ্চের আশপাশে শিক্ষার্থীরা ইফতার আয়োজনের জন্য ত্রীপল, চট, চাদয়া প্রভৃৃতি বিছিয়ে ইফতারির নানাবিধ উপকরণ নিয়ে বসেছে।
ইফতারের আয়োজনে থাকে চিরচেনা ছোলা, পেঁয়াজু, খেজুর, বেগুনি, চপ, মুড়ি, জিলাপি, ফলসহ বিভিন্ন রকমের জুস ইত্যাদি। ক্যাম্পাসের কোনো কোনো পয়েন্টে আবার এসবের পাশাপাশি থাকে বিরিয়ানি বা খিচুড়ি ব্যবস্থা। আয়োজন যেমনই হোক, মুখ্য উদ্দেশ্য একসঙ্গে ইফতার করা।
এদিকে, সূর্য পশ্চিম আকাশে হেলে পড়তেই শিক্ষার্থীরা নিতে শুরু করেন ইফতারের প্রস্তুতি। ইফতারের সময়টাতে ক্যাম্পাসজুড়ে বিরাজ করে অন্য রকম পরিবেশ।
বিশ্ববিদ্যালয়ের এমন আমেজে খুশি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃৃন্দ।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5667caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5667
Leave a Reply