নিজস্ব প্রতিবেদকঃ গত ১১ই এপ্রিল ২০২৩ বিকেল ৩ টা’য় মাজেদাটেক লিমিটেড কোম্পানি আয়োজিত স্বাস্থ্যসেবা অ্যাপস পরিচিত করা হয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি সাগর রুনী মিলনায়তনে । কোম্পানি’র ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুল আলম বলেন অ্যাপস এর মুল উদ্দেশ্য নিম্নরুপঃ
প্রয়োজনীয় তথ্য যেন সহজে পাওয়া যায় তা নিশ্চিত করা। এক প্ল্যাটফর্মে সমস্ত হাসপাতালকে নিয়ে আসা।
রোগীর বিলিং, প্রেসক্রিপশন এবং ডায়াগনস্টিক রিপোর্ট ডিজিটালাইজ করা।পরীক্ষা সংক্রান্ত রিপোর্ট প্রাপ্তি সহজ করা।রোগীর সকল তথ্য সংরক্ষণ সহজ করা।ডাক্তারদের অ্যাপয়েন্টমেন্ট / ভর্তি / ওটি সম্পর্কিত তথ্য দ্রুত ও সহজে সরবরাহ করা ।হাসপাতাল কর্তৃপক্ষ যেনো সহজে মূল তথ্য দ্রুত পান তা নিশ্চিত করা।কম্পিউটার, প্রিন্টার, কাগজ, কালির ব্যাবহার কমিয়ে আনা।হাসপাতাল কর্মচারীদের জরুরী কাজে ব্যস্ত রেখে সেবার মান বাড়ানো।হাসপাতালের সাথে সরাসরি যোগাযোগ- এর মাধ্যম সৃষ্টি করা।দুর্নীতি কমানো।পরিবেশ বান্ধব ব্যবস্থা প্রণয়ন।
সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর শওকত জাহান , ডিরেক্টর সেলস এন্ড মার্কেটিং নুসরাত জাহান রোদেলা , মার্কেটিং ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন এবং কোঅর্ডিনেশন ম্যানেজার মোহাম্মদ মোরসালিন ভুঁইয়া এবং সাপোর্ট ইঞ্জিনিয়াররা।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5667caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5667
Leave a Reply