নিজস্ব প্রতিবেদক : সাভার মডেল থানা ধীন কাউন্দিয়া ইউনিয়নে দুই সাংবাদিককে মেরে ফেলার হুমকি। গত শুক্রবার ১৪/০৪/২০২৩ ইং জুম্মা নামাজের পরে কাউন্দিয়া মধ্যপাড়া শাহী মসজিদের ভিতরে এবং বাহিরে জনসম্মুখে রাজু (৩০) ও রাসেল ওরফে ল্যাংড়া রাসেল (৪২) নামে দুইজন ব্যক্তি প্রকাশ্যে সাংবাদিককে মেরে ফেলার হুমকি দেয়।
তদন্তে জানা যায় কাউন্দিয়া মধ্যপাড়া শাহী মসজিদে একটি দরজা দানকে কেন্দ্র করে সামাজিক বিচারিক কাজ চলাকালীন অন্যান্য মুসল্লিদের মধ্যেও উপস্থিত ছিলেন সাংবাদিক ভুইয়া কামরুল হাসান সোহাগ ও এস এম আর শহিদ। সেই সামাজিক বিচার অবস্থায় বাদীএবং বিবাদীর বিষয়টি নিয়ে মসজিদ কমিটির সভাপতি মোঃ আব্দুল মালেক ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গের কাছে ব্যাখ্যা চাইলে উক্ত কমিটির সাধারণ সম্পাদক মোঃ করিম ও বিবাদী রাসেল ওরফে লেংড়া রাসেল (৪২), তাদের উসকানিতে বিবাদী রাজু (৩০), পিতা-রজ্জব আলী। সহ অজ্ঞাত ৫ /৬
মসজিদ এর ভিতরে এবং বাহিরে জন সম্মুখে ভূইয়া কামরুল হাসান সোহাগ. ও এস এম আর শহিদ কে অতর্কিত হামলা চালানোর চেষ্টা এবং মেরে ফেলার হুমকি দেওয়া হয়।
ভুইয়া কামরুল হাসান সোহাগ বলেন,
বিবাদীরা খারাপ প্রকৃতির লোক। বিবাদীদের দ্বারা আমাদের সহ আমাদের পরিবারের লোকজনের যেকোন বড় ধরনের জান মালের ক্ষয় ক্ষতির আশঙ্কা করছি তাই প্রাণের ভয়ে সাভার মডেল থানায় ১৪/০৪/২০২৩ ইং তারিখ একটি সাধারণ ডায়েরি করি। যার নং -১০৭৯।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5667caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5667
Leave a Reply