মঞ্জুর আহমেদ: আগুনে পুড়ে যাওয়া রাজধানীর বঙ্গবাজারের প্রায় ১৫ হাজার দোকান-শ্রমিক-কর্মচারীর ক্ষতিপূরণের দাবিতে কর্মসূচি দেওয়া হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে ২০ জুন প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা।
শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন।সংবাদ সম্মেলনে সংগঠনটির সাধারণ সম্পাদক আমিরুল হক বলেন, গত ৪ এপ্রিল বঙ্গবাজারে অগ্নিকাণ্ড ঘটে। আগুনে ক্ষতিগ্রস্ত মালিকেরা ব্যবসার জন্য কোটি কোটি টাকা সহায়তা পেয়েছেন। কিন্তু বঙ্গবাজারের প্রায় ১৫ হাজার দোকান-শ্রমিক-কর্মচারী কোনো ক্ষতিপূরণ পাননি। তাঁরা বেতন-ভাতা-বোনাস ছাড়া ঈদুল ফিতর কাটিয়েছেন। তাঁরা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। আসন্ন ঈদুল আজহার আগে বঙ্গবাজারের দোকান-কর্মচারীদের প্রয়োজনীয় সাহায্য-সহযোগিতা দেওয়ার জন্য সবার প্রতি জোর দাবি জানান আমিরুল হক।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দোকান-কর্মচারীদের ক্ষতিপূরণের দাবিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র, শ্রম মন্ত্রণালয়, স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক ও বঙ্গবাজার দোকান মালিক সমিতির কাছে স্মারকলিপি দেওয়া হবে। ১২ থেকে ১৭ জুনের মধ্যে এই স্মারকলিপি দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় দোকান কর্মচারী ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম বাবুল, সহসভাপতি কামরুল হাসান, ঢাকা মহানগরের সভাপতি হযরত আলী মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ দিদার হোসেন প্রমুখ।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5667caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5667
Leave a Reply