আষাঢ়ের এমন বৃষ্টি, বাদল দিনে
কামিনী, কদম, কেয়া ফুটলো বনে
জমকালো বিজলী চমকিত জোরে
অভিমানী মেঘেরা ঝরো ঝরো ঝড়ে।
আঁখি ছলছল আকাশ পানে চেয়ে
সজীবতা লাগে দাবদাহের নিসর্গে।
এমন বাদল দিনে কথা ছিল দুজনে
বৃষ্টি জলে ভিজবো পাশাপাশি হেঁটে।
থৈ থৈ পথঘাট,দাঁড়িয়ে রাস্তার মোড়ে
ভিজবো তুমি আর আমি প্রবল বর্ষণে।
ভিজবো অবেলায় রিকশার হুড তুলে
শিহরণের ঢেউ জাগে বিন্দু বিন্দু ঘামে।
শহর থেকে শহরের লোকালয় ছেড়ে
বৃষ্টি জলে ভিজবো রিমঝিম শিঞ্জনে।
প্রতিশ্রুতির সেই বৃষ্টির ছোঁয়া লাগলো না
কদম কেশর ঝরে, তুমি কথা রাখলে না।
উড়ে যায় কালো মেঘ বিক্ষিপ্ত আকাশে
বহুদিন পর বৃষ্টির টুপটাপ বাড়ির ছাদে।
সেই দিন, সেই ক্ষণ সহসাই কড়া নাড়ে
ভুলে গেছি অজান্তেই প্রেমহীন বর্ষণে ।
এমন বাদল দিনে পিয়াসী জনম জন্মান্তরে
আকাশের নীল ধুয়ে গেল আষাঢ়ের ঢলে।
হায়! বৃষ্টি তুমি কোথায় ,পাহাড়ের দেশে?
এলে না তুমি অবশেষে অপ্রেমিক শহরে।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5667caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5667
Leave a Reply