নিজাম উদ্দিনঃ
রাজধানীর মোহাম্মদপুর থেকে ১৯ দিন ধরে মিম আক্তার নামে একটি ১৮ বছরের মেয়ে নিখোঁজ।
রাজধানীর মোহাম্মদপুর রায়েরবাজার এলাকা থেকে গত ৯ জুন মিম (১৮) নামে নিখোঁজ হলে ১৯ দিন পার হয়ে গেলেও এখনো তার খোঁজ মিলেনি। রায়েরবাজার এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, গত ২/৩ মাস আগে ,মেয়েটির একটি ছেলের সাথে তাদের বিবাহ দেওয়া হয়েছিল সংসার ও ঠিকঠাক মতো করে চলছিল কিন্তু গত ৯ জুন কাউকে কিছু না বলে হটাৎ নিখোঁজ হন নিজ বাসা থেকে মিম আক্তার। এবিষয় গত ১২ জুন মোহাম্মদপুর এবং হাজারীবাগ থানায় দুটি সাধারণ ডায়েরি(জিডি এন্ট্রি) করা হলেও এখনো তার খোঁজ মিলেনি। হাজারীবাগ থানা জিডি নং (৭৪১)
এবিষয় মিমের মা সময় নিউজ বিডিকে বলেন, মেয়েকে খুজতে খুজতে আমি প্রায় পাগল হয়ে গেছি ,প্রশাসনের কাছে একাধিক বার গিয়েছি কিন্তু আমার মেয়ে কে এখনো খুজে পায়নি। গত ১৬ জুন র্যাব-২ এর কাছে মেয়ের সন্ধান চেয়ে আবেদন করেছি। দিয়েছি দেওয়ালে দেওয়ালে পোস্টার। তারপর ও মেয়েকে খুঁজে পাচ্ছি না। পোস্টারে লেখা হয়.. ৯ জুন রোজ শুক্রবার সকাল দশ ঘটিকার সময় রায়ের বাজার ইদ্রিস খান রোড, মোহাম্মদপুর থেকে একটি মেয়ে হারিয়ে গিয়েছে। মেয়েটির নাম: মিম আক্তার। গায়ের রং ফর্সা। যদি কোন স্বহৃদয়বান ব্যাক্তি তার সন্ধান পেয়ে থাকেন তাহলে নিম্নে উল্লেখিত নম্বরে যোগাযোগ করার জন্য বিষেশ ভাবে অনুরোধ করা হলো । এতোকিছু করার পরেও আমার সন্তান কে খুঁজে পাচ্ছি না। সুমি বেগম আরও বলেন, আমরা এর আগে দেখেছি র্যাব মানুষের কল্যাণে কাজ করে কিন্তু আমি গত ১৬ জুন মোহাম্মদপুর বসিলা র্যাবের অফিসে গিয়ে আমার মেয়ের নিখোঁজ খবরটা দিয়ে আসলাম কিন্তু এখনো আমার মেয়েকে এখনো খুঁজে পেলাম না। এ বিষয় র্যাব-২ এর এক কর্মকর্তার সাথে কথা বললে তিনি বলেন, নিখোঁজের বিষয় গুলো আমরা খুব দ্রুত অভিযান করে থাকি,কিন্তু অনেক সময় ক্লু লেস হয়ে থাকলে একটু সময় লাগে।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5667caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5667
Leave a Reply