মঞ্জুর আহমেদ: ‘বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ’ ২০১২ সাল থেকে অদ্যাবধি ৪ দফা দাবি জানিয়ে আসছে। তাদের এ দাবি বাস্তবায়নের জন্য আগামী ১৭ জুলাই মহাসমাবেশ ও ১১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি।
বৃহস্পতিবার (১৩ জুলাই) জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ও আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশের আলোকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত সমস্যার সমাধান না হওয়া এবং ‘বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ২০২০’ ও ‘ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা ২০০৮’ সংশোধনপূর্বক গেজেট প্রকাশে উদ্দেশ্যমূলক কালক্ষেপণের প্রতিবাদে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগ্রাম পরিষদের সদস্য সচিব মোঃ সিরাজুল ইসলাম বলেন, ২০১২ সাল থেকে ধারাবাহিকভাবে প্রধানমন্ত্রী বিতর্কিত ঢাকা ইমারত নির্মাণ বিধিমালা ২০০৮ ও বিএনবিসি ২০২০ সংশোধনপূর্বক গেজেট প্রকাশ, প্রাথমিক নিযুক্তিকালে অন্যান্য পেশাজীবীদের ন্যায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের একটি স্পেশাল ইনক্রিমেন্ট প্রদান, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা ও সরকারি মালিকানাধীন কোম্পানিগুলোতে কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার উপ-সহকারী প্রকৌশলী বা সমমানের পদ থেকে সহকারী প্রকৌশলী বা সমমানের পদে পদোন্নতির কোটা ৫০ শতাংশে উন্নীতকরণসহ সর্বোচ্চ পদ পর্যন্ত পদোন্নতি অবারিত করার ঘোষণা দিয়েছেন।
এছাড়া পলিটেকনিক, টিএসসি, এসএসসি (ভোক) এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণলয়াধীন টিটিসির শিক্ষক-কর্মচারীর শূন্য পদ পূরণসহ শিক্ষক সংকট নিরসন, স্থায়ীকরণ, পদোন্নতি, কারিগরি শিক্ষার শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রিয়াল টেনিং ভাতা ও বৃত্তির টাকা আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশের পুরোপুরি বাস্তবায়ন, পলিটেকনিক ইনস্টিটিউটের ক্লাসরুম, ল্যাব/ওয়ার্কশপ, কাঁচামাল সংকট নিরসন, মেরিন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সিডিসি প্রদান, বেসরকারি সংস্থায় কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ন্যূনতম বেতন স্কেল নির্ধারণ ও সম্মানজনক পদবী প্রদানের দাবি জানিয়ে আসছে। কিন্তু সরকারপ্রধান ও দায়িত্বশীল ব্যক্তিবর্গের বার বার আশ্বাস সত্ত্বেও অদ্যাবধি কোনও সমস্যার সমাধান হয়নি। বরং নানান অপকৌশলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অপদস্ত করা হচ্ছে।
তিনি বলেন, ২০২২ সালের ১ সেপ্টেম্বর আইডিইবি’র জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী তার নির্দেশনা বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবকে দায়িত্ব প্রদান করেন। কিন্তু দীর্ঘ ১০ মাস অতিবাহিত হলেও দাবিগুলো বাস্তবায়নে কার্যত কোনও দৃশ্যমান অগ্রগতি পরিলক্ষিত হচ্ছে না। বরং, সরকারের ভেতরে ঘাপটি মেরে থাকা অপশক্তির কারসাজিতে সমস্যা সমাধানে কালক্ষেপণ করা হচ্ছে। বিক্ষুদ্ধ করে তোলা হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষকদের।
৪ দফা দাবি হলো—
১. প্রধানমন্ত্রীর নির্দেশনা ও সরকারের আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশের আলোকে ইঞ্জিনিয়ার-এর সংজ্ঞা নির্ধারণসহ বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি)-২০২০ ও ঢাকা ইমারত নির্মাণ বিধিমালা-২০০৮ এর জনস্বার্থবিরোধী সংজ্ঞা ও আপত্তিকর ধারা-উপধারা সংশোধনপূর্বক অবিলম্বে সংশোধিত গেজেট প্রকাশ করতে হবে।
২. প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ও নির্দেশনা মতো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রাথমিক নিযুক্তিতে অন্যান্য পেশাজীবীদের ন্যায় একটি স্পেশাল ইনক্রিমেন্ট প্রদান এবং ডিজাইন ও প্ল্যানিং বিভাগে কর্মরত উপ-সহকারী প্রকৌশলীদের সহকারী প্রকৌশলীদের ন্যায় ৩টি স্পেশাল ইনক্রিমেন্ট প্রদান, পদোন্নতির কোটা ৫০ শতাংশে উন্নীতকরণ, বিদ্যুৎ বিভাগের বিভিন্ন কোম্পানিতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সার্ভিস রুল অনুযায়ী জ্যেষ্ঠতা ও বার্ষিক গোপনীয় প্রতিবেদন মূল্যায়ন করে পদোন্নতি প্রদান, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা, পেট্রোবাংলা, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের ইস্টার্ন রিফাইনারি, যমুনা, মেঘনা ও পদ্মা অয়েল কোম্পানি এবং বিদ্যুৎ বিভাগের বিভিন্ন কোম্পানিতে ইঞ্জিনিয়ারিং টিম কনসেপ্ট অনুযায়ী— অর্গানোগ্রাম প্রণয়ন এবং প্রাইভেট সেক্টরে কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ন্যূনতম বেতন ও পদবী নির্ধারণ করা, বিজেএমসি’র বন্ধ পাটকলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী চাকরিতে বহাল রাখা, মেরিন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের যোগ্যতা অনুযায়ী সিডিসি সনদ প্রদান, টিটিসির শিক্ষকদের এক বেতন স্কেলে ৩ পদ প্রথা বাতিল করে পদোন্নতির জন্য উচ্চতর ধাপে বেতন স্কেল নির্ধারণ করে অমানবিক পদোন্নতির প্রথা বাতিল করা, এসএসসি ভোকেশনাল শিক্ষকদের কমন সিনিয়রিটির ভিত্তিতে পদোন্নতি প্রদান, সহকারী প্রধান শিক্ষক (কারিগরি) পদ সৃষ্টি, সিলেকশন গ্রেড প্রদান ও ব্যবহারিক ক্লাসের জন্য ল্যাব ও যন্ত্রপাতির ব্যবস্থা করতে হবে।
৩. উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সরকারের পরিকল্পনা সুষ্ঠু বাস্তবায়নের উদ্দেশ্যে দক্ষ ও আধুনিক জ্ঞাননির্ভর টিভিইটি গ্র্যাজুয়েট তৈরির লক্ষ্যে পলিটেকনিক ইনস্টিটিউট ও টিএসসিতে শিক্ষক সংকট দূরীকরণ, শ্রেণিকক্ষ, ল্যাব, ওয়ার্কশপ সংকটসহ পলিটেকনিক ইনস্টিটিউট ও টিএসসির শিক্ষকদের পদোন্নতি প্রদান, পলিটেকনিক ইনস্টিটিউটের নিয়োগবিধি সংশোধন করে ক্যাডার ও নন-ক্যাডার পদগুলো একীভূত করে বিদ্যমান নন-ক্যাডার পদ জনবলসহ ক্যাডারে আত্মীকরণ করা,এসটিইপি শিক্ষকদের প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী নিয়মিতকরণ ও ৩৬ মাসের বকেয়া বেতন প্রদান, সরকারের আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশের আলোকে ছাত্র ছাত্রীদের বৃত্তি ও ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ভাতা বৃদ্ধি এবং ইমার্জিং টেকনোলজি থেকে উত্তীর্ণ ডিপ্লোমা গ্র্যাজুয়েটদের বিভিন্ন সরকারি সংস্থায় পদ সৃষ্টিসহ নিয়োগের ব্যবস্থা করতে হবে। পলিটেকনিক ইনস্টিটিউটের কারিগরি পদ ক্রাফট ইনস্ট্রাক্টর পদে অকারিগরি ব্যক্তিদের নিয়োগ বন্ধ করে নিয়োগবিধি সংশোধনপূর্বক কারিগরি ব্যক্তিদের নিয়োগ দিতে হবে।
৪. সরকার অনুমোদিত চলমান ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাকোর্সকে ৪ বছরেই রাখার প্রধানমন্ত্রীর ঘোষণার পরও শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ কর্তৃক এ সংক্রান্ত ইতোপূর্বে গঠিত কমিটি অবিলম্বে বাতিল ঘোষণা করতে হবে।
বিভিন্ন প্রশ্নের জবাব দেন আহবায়ক মির্জা এটিএম গোলাম মোস্তফা। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, যুগ্ম আহবায়ক আব্দুল কুদ্দুস, মোঃ গিয়াস উদ্দিন, মোঃ শাহজাহান কবীর, আমানুল্লাহ খান ইউসুফজি, মেহেদী হাসান, যুগ্ম সদস্য সচিব সৈয়দ মুন্তাসীর হাফিজ, জি এম আক্তার হোসেন, সাইফুল আলম মোল্লা, ঢাকা সংগ্রাম পরিষদের আহবায়ক মোঃ আব্দুল মান্নান, সদস্য সচিব দেওয়ান মোঃ ইলিয়াস প্রমুখ।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5667caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5667
Leave a Reply