মঞ্জুর আহমেদ: ইনস্টিটিউশন অব ডিপ্লেমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার সাথে লক্ষ্য করছে যে, ইদানিং মাঠ পর্যায়ে বিভিন্ন প্রকৌশল সংস্থায় কর্মরত উপ-সহকারী প্রকৌশলী, প্রকৌশলী ও সহায়ক কর্মচারিগণ সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে সন্ত্রাসীদের দ্বারা অব্যাহত হামলার শিকার হচ্ছেন। এর ধারাবাহিকতায় ১১ জুলাই নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের চৌধুরীরহাট, মোল্লারটেকসহ বিভিন্ন স্থানে লো ভোল্টেজ দূরীকরণ, খুঁটি স্থাপন ও নতুন তার টানার জন্য বাপেক্সের একটি উন্নয়ন প্রকল্পের নির্ধারিত বিদ্যুৎ লাইন নির্মাণ না করে বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে একটি অবৈধ লাইন নির্মাণ কাজ শুরু করে। বিষয়টি জানতে পেরে বিউবো’র আবাসিক প্রকৌশলীর নির্দেশে উপ-সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম ঘটনাস্থলে যান। এসময় দাপ্তরিক অনুমোদনহীন কাজ বন্ধ করার জন্য তিনি সংশ্লিষ্ট ঠিকাদারকে নির্দেশ দেন। এরপরও অবৈধ লাইন নির্মাণ কাজ শুরু হলে উপ-সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম বাধা দেয়। এসময় যুবলীগ নামধারী মো. খোকন ও শিপন শাহরিয়ারসহ ১০-১২ জন তাকে মারধর করেন। পরে সেখান থেকে তাকে তুলে নিয়ে জনৈক শাহদাতের কাছে নিয়ে যান এবং একটি ঘরে আটকে রেখে তাকে শাহদাতের নেতৃত্বে দ্বিতীয় দফায় মারধর করা হয়। এক পর্যায়ে দুষ্কৃতকারীগণ তার মাথার চুল কেটে দেন। এরপর উপ- সহকারী প্রকৌশলী সাইফুল ইসলামের ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অভিযোগ করা হলেও ভারপ্রাপ্ত কর্মকর্তা অভিযোগ গ্রহণ করে নাই ।
কর্মরত।
অন্যদিকে গত ১৩ জুলাই ৮/১০ জনের দুষ্কৃতিকারী দল পানি উন্নয়ন বোর্ড বাগেরহাটের নির্বাহী প্রকৌশলীর দপ্তরে কর্মরত উপ-সহকারী প্রকৌশলী আবু হানিফের কক্ষে প্রবেশ করে তাকে চরম মারধর করে এবং জোর করে তুলে নিয়ে যায়। সন্ত্রাসীগণ তাকে শহর রক্ষার বাধের বটতলায় ঘণ্টাখানেক আটকে রেখে শারিরীকভাবে লাঞ্ছিত ও মারধর করে। এ সময় আনসার সদস্য বাঁধা দিলে দুষ্কৃতিকারীগণ তাকেও মারধর করে নাক ফাটিয়ে দেয় ও গেট অপারেটরকেও মারধর করে । এ ধরনের অনাকাংখিত মারমুখী আচরণ ও প্রাণনাশের হুমকির ফলে সংশ্লিষ্ট উপ-সহকারী প্রকৌশলী, প্রকৌশলী ও সহায়ক কর্মচারিগণ আতংকে দিনাতিপাত করছে। যা সুষ্ঠু প্রকৌশল কর্মকান্ড বাস্তবায়নের পথে অন্তরায় ।
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মপরিকল্পনা মাঠ পর্যায়ে সুষ্ঠু বাস্তবায়নের স্বার্থে অপ্রতাশিত হামলার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিত করার জন্য সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছে আইডিইবি’র সভাপতি এ কে এম এ হামিদ ও সাধারণ সম্পাদক মোঃ শামসুর রহমান।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5667caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5667
Leave a Reply