বিনোদন প্রতিবেদকঃ সম্প্রতি অপু বিশ্বাস ছেলে
জয়কে নিয়ে গেছেন আমেরিকায় এবং শাকিব
খান ও আমেরিকায়।বাংলাদেশে চলছে অপু ও
শাকিব পুনরায় মিল হচ্ছে সেই গুন্জন।গতকাল
শাকিব অপু এবং ছেলে জয় একসাথে গাড়িতে
ওঠার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
ফেসবুক অপু বিশ্বাসের ম্যানেজার মামুনুজ্জামান
মামুন দিলেন নতুন বার্তা।বার্তাটি তুলে ধরা হলো-
বাংলাদেশে ২দিন যাবত আমার সাকিব খান ভাই ও আমার আমার অপু বিশ্বাস দিদিকে নিয়ে, মিডিয়ায় বিশাল তুল কান্ড শুরু হয়ে গেছে। আমেরিকাতে জয়, অপু দিদি, আমি সহ আমরা একসঙ্গে ই তো আসছি। এখন মুল কথা হয়েছে, এত দুর থেকে সাকিব ভাইর একমাত্র কলিজার টুকরা সন্তান আমেরিকা আসছে, আর সাকিব খান ভাই তার সন্তান কে দুরে রাখবে সেই টা কি হয়। অপু বিশ্বাস দিদি সাকিব খান ভাইর নয় বছর সংসার করেছে। সাকিব খান ভাইর বাবা,মা বউ হিসাবে অপু বিশ্বাস কে মানে, নাতি হিসাবে জয় কে মানে এর বাহিরে তারা কিছু মানতে নারাজ। আর এখন একজন মানুষ লোক দেখানো মায়া কান্না করে,কিছু টাকা পয়সা নেও্যার জন্য। সে কি কখন ও একঘন্টার জন্য সাকিব ভাইর বাসায় তার বাবা মার সাথে সংসার করছে। সাকিব ভাইর অফিস রুমে বাচ্চা নিয়ে গেছে, আর গোপনে ছবি তোলার জন্য দুই জন লোক নিয়ে গেছে, আকা বাকা সেই ছবি ফেসবুকে ছাড়ছে। অপু বিশ্বাস এখন ও তার বৈধ ওয়াইফ, আর এখনও সারাদেশের মানুষ চায় তাদের রাগ অভিমান ভেঙে এক হয়ে যাক, দশজন যে দিকে থাকে, সৃষ্টি কর্তার রহমত ও সেই দিকে থাকে। একজন বউ দাবি করে তার কাবিন নামা তো আজবদি কোন সাংবাদিক ভাইকে দেখাইতে পারলো না। অপু বিশ্বাস এর কাবিন নামা জমির দলিলের মতো সিন্দুকে আটকানো আছে। একটা সাদা কাগজে এখন আর বউ ছাড়া হয় না, অর্থাত অপু বিশ্বাস এখন ও সাকিব খান ভাই বৈধ বউ।,শুনতে ছি সাকিব অপু এক হওয়ার কারনে তার ভক্ত রা মিষ্টি কিনে মিষ্টির দোকান খালি করে ফেলতেছে।। আমেরিকা রাত এখন ৩ টা ১৫ মিনিট বাজে, তা না হলে
আরও লিখতাম। তবে ১৩ বছরের ইতি হাস আমার কাছে জমা আছে, দুই জনের বিয়ে কাজির মাধ্যমে আমি দিয়েছি।একটা কথা সবাই মনে রাখবেন, সাকিব ভাইর পিতা মাতা সন্তান জয়, বোন মনি আপা এবং অপু বিশ্বাস দিদি এই নিয়ে তার নতুন পৃথিবী।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5667caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5667
Leave a Reply