ঐশ্বর্য সরোয়ার অপূর্ব , জবি প্রতিনিধি
গেণ্ডারিয়ায় গ্যাস পাইপলাইন বিস্ফোরণে নিহত জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মেহেদীর পরিবারকে কেন ১২ কোটি টাকা ক্ষতিপূরণ নয় তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
মেহেদী হাসান শাওন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। গেণ্ডারিয়া ডিস্ট্রিলারি রোডের একটি মেসে থাকতেন তিনি । গত ১ মে সকাল সোয়া ৯টার দিকে ধূপখোলা বাজারে রাস্তার পাশে গ্যাস পাইপলাইন বিস্ফোরণে মেহেদীসহ ৮ জন দগ্ধ হন। এ ঘটনায় মেহেদীর শরীরের ৩০ ভাগ দগ্ধ ছিল। ৬ মে ভোর সাড়ে ৬টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মেহেদী।
মঙ্গলবার (১ আগস্ট) নিহতের বাবার পক্ষে করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্টে এ রুল জারি করেন। সেই সঙ্গে ঢাকা জেলা প্রশাসনকে পুরো ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ওয়াসা ও তিতাসকে এ ঘটনার কারণ নিয়ে ২ মাসের মধ্যে প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দিয়েছেন বিচারপতি জে বি এম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ।
আইনজীবী মনিরুজ্জামান লিংকন জানান, নির্ধারিত সময়ের পর তারা দ্রুত এ রুল শুনানির উদ্যোগ নেবেন।
উল্লেখ্য, গ্যাস পাইপলাইন বিস্ফোরণে দগ্ধ অন্যরা হলেন- মুদি দোকানদার আব্দুর রহিম (৫০), তার মেয়ে মিম আক্তার (২১) ও নাতি আলিফ (২), ডিমের দোকানদার মো. রাশেদ (৩০), শাড়ি দোকানদার আলী হোসেন (৩০), পথচারী সাহেরা বেগম (৬৫) এবং মো. সোহেল (৪৮)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট ও শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা করা হয়।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5667caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5667
Leave a Reply