মোঃ আল-শাহরিয়ার বাবুল খানঃ
গ্রেপ্তারি পরোয়ানার কথা বলে অর্থ আত্মসাৎ,ভুয়া এসআই গ্রেপ্তার।
গাড়ি চালক হারুন অর রশিদ তার পেশার আড়ালে পুলিশের ভুয়া উপ-পরিদর্শক (এসআই) পরিচয় দিয়ে মানুষের সাথে প্রতারণা করে। বিভিন্ন সময় পুলিশ কর্মকর্তারা তার গাড়িতে চলাফেরা করার সুযোগে তাদের কাছ থেকে পুলিশি আচরণ রপ্ত করে এই প্রতারক।
এরপর নিজেকে ভুয়া পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে শুরু করে প্রতারণা। তবে শেষ রক্ষা হল না, অবশেষে সাভার মডেল থানা পুলিশের কাছে ধরা পরলেন এই প্রতারক।
সোমবার (৭ আগস্ট) দুপুরে সাভার মডেল থানা চত্বরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো.শাহিদুল ইসলাম। এর আগে, রোববার (০৬ আগস্ট) সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহিদুল ইসলাম জানান, চলতি বছরের ১৭ জুলাই মো. হারুন অর রশিদ নিজেকে পুলিশের এসআই পরিচয়ে অজ্ঞাত আরও ৩ জনকে সাথে নিয়ে মো. আসলাম নামে এক ভুক্তভোগীর বাসায় গিয়ে জানায় তার বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা আছে এবং সেই মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু হয়েছে।
আসলামকে গ্রেপ্তারি পরোয়ানা মূলে নিয়ে যাওয়ার জন্য টানাটানি শুরু করে এবং ছেড়ে দেওয়ার কথা বলে ৪ লাখ টাকা দাবি করে। নগদ টাকা না থাকায় তাদের কথা অনুযায়ী আসলামের নিজ নামে খোলা ব্র্যাক ব্যাংকের হেমায়েতপুর শাখার একাউন্ট থেকে ২ লাখ টাকার একটি এবং এক লাখ টাকার একটি সর্বমোট মিলিয়ে ৩ লাখ টাকার দুটি চেক নিয়ে চলে যায় প্রতারক চক্রের সদস্যরা।
পরবর্তীতে বিভিন্ন সময়ে চেক ফেরত দিবে জানিয়ে এবং বিভিন্ন চাপ প্রয়োগ করে আসলামের কাছ থেকে নগদ ৪ লাখ টাকা হাতিয়ে নেয়।
তিনি আরও জানান, সর্বশেষ গত ৫ আগস্ট সন্ধ্যায় পুনরায় ভুক্তভোগী আসলামের বাড়িতে এসে ৫০ হাজার টাকা দাবি করে হারুন অর রশিদসহ তার সহযোগীরা। পরে তাদের কথায় সন্দেহ হলে সাভার মডেল থানায় খবর নিয়ে তাঁর বিরুদ্ধে কোন মামলা নেই জানতে পেরে এবং তিনি প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পেরে থানায় একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী আসলাম।
পরে সাভারের হেমায়েতপুর ট্যানারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক রাসেল মোল্লার নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে প্রতারক হারুন অর রশিদকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, পুলিশ পরিচয়ে প্রতারণা ও অর্থ আত্মসাতের ঘটনায় মামলা হওয়ার পর ঘটনার সাথে জড়িত অভিযুক্তকে গ্রেপ্তার করে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5667caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5667
Leave a Reply