1. admin@somoynewsbd.net : admin :
রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০৮:৪০ পূর্বাহ্ন

বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন শীর্ষক আলোচনা সভা 

  • সময়: রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ৫৮৮ View

মঞ্জুর আহমেদ: বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের আয়োজনে ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও মহীয়সী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯৩ তম জন্মদিন উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেন।

শনিবার (১২ আগষ্ট) বেলা ৩ টার সময় আনুষ্ঠানিক ভাবে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে  প্রধান অতিধি হিসাবে উপস্হিত ছিলেন ড• মহীউদ্দিন খান আলমগীর এমপি, উপদেষ্টামন্ডলীর সদস্য ও সাবেক স্বারাষ্ট্রমন্ত্রী,  প্রধান অতিথীর বক্তব্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বলেন বঙ্গমাতার রাজনৈতিক এবং সামাজিক এবং পারিবারিক ক্ষেত্রের বিভিন্ন ভুমিকা তুলে ধরেন, তিনি বঙ্গবন্ধু আগরতলা ষড়যন্ত্রে প্যারলে মুক্তি বিষয়ে তিনি দুরদর্শিতার পরিচয় দেন,তিনি নিঃস্বার্থে মুক্তি না পেলে প্যারলে মুক্তির আপত্তি জানিয়েছিল বলে আজ বাংলাদেশ স্বাধীনের পথ সুগম হয়েছিল। বর্তমানে শেখ হাসিনার আমলে  মাথাপিছু আয়  প্রায় ৩০০০ ডলার।
তাই বর্তমান উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে জননেত্রী শেখ হাসিনার বিকল্প কেও নেই, বর্তমান দেশকে মা হিসাবে চিন্তা করার আহবান করেন এছাড়া বঙ্গমাতা নিরাপদ মাতৃত্বকালীন কর্মের শুভ উদ্ধোধন ঘোষনা করে  কথা শেষ করেন।
অনুষ্ঠান উদ্বোধন করেন মহিবুল হাসান চৌধরী নওফেল এমপি শিক্ষা উপমন্ত্রী, প্রধান আলোচক হিসাবে উপস্হিত ছিলেন প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি, সংসদ সদস্য সিরাজগন্জ- ১ আসন ও সহ-সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ সেচ্ছাসেবকলীগ ও উপদেষ্টা বঙ্গমাতা সাংস্কৃতিক জোট, সভাপতিত্ব করেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সভাপতি,  কথা সাহিতিক বিশিষ্ট চলচিত্র কাহিনীকার, চলচিত্র প্রযোজক ও পরিবেশক শেখ শাহ আলম ।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্হিত ছিলেন  সাদ্দাম হোসেন সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ, শ্যামলদত্ত সম্পাদক ভোরের কাগজ ও সাধারন সম্পাদক জাতীয় প্রেসক্লাব, প্রফেসর ডাঃ জাহাঙ্গীর আলম, পরিচালক বাংলাদেশ শিশু হাসপাতাল ও উপদেষ্টা বঙ্গমাতা সাংস্কৃতিক জোট, অধ্যাপক জুনায়েদ আহমেদ হালিম,চেয়ারম্যান ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সাইদুর রহমান সজল,সভাপতি বাঙ্গালী সাংস্কৃতিক বন্ধন,ড• মুহাম্মদ হাবিবুর রহমান মোল্লা, মহাসচিব বাংলাদেশ ভেটেরিনারি এসোসিয়েশন ও সাইফুল আজম বাশার, সাধারন সম্পাদক বাঙ্গালী বন্ধন, সাধারন সম্পাদক অনুপ কুমার বড়ুয়া বঙ্গমাতা সাংস্কৃতিক জোট, আমন্ত্রিত অতিথী ও সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে বঙ্গমাতা স্মৃতি পদক- ২০২৩ এ বিভিন্ন ক্যাটাগরিতে মনোনিত করে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথী ড• মহিউদ্দীন খান আলমগীর এমপি ও সাবেক মন্ত্রী।  দেশের অগ্রগতিতে বিভিন্ন বিষয়ে অবদান রাখার জন্য পুরষ্কৃত হোন সেলিনা হোসেন (কথা সাহিত্যে), হাসিনা মহিউদ্দিন (রাজনীতি ও রাজ সমাজ সেবায়), সিতারা আলমগীর ( শিক্ষা সমাজ সেবায়), ফরিদা ইয়াসমিন( সাংবাদিকতা) ও কনা রেজা ( নারী উদ্যেক্তা)।

অনুষ্ঠানে বক্তারা বলেন যে কোন সফল পুরুষের পিছনে নারীদের অবদান তুলে ধরে বলেন এবং তাদের জীবনের গর্ভবতীকালীন সময়ে নিরাপদে চিকৎসা পেতে পারে গর্ভবতী নারীদের সন্তান ভুমিষ্টতার ক্ষেত্রে যাতে নিরাপদ মাতৃত্বকালীন  উন্নত চিকিৎসা সেবা পায় সে বিষয়ে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে নিরাপদ মাত্বতৃকালীন ভুমিকা পালন করবে। এছাড়া শিশু হাসপাতালের পরিচালক ডাঃ জাহঙ্গীর আলম তিনি শেখ রাসেলের স্মৃতিচারন করে বলেন তার স্মৃতি ধরে রাখার জন্য ঢাকা শিশু হাসপতালের নাম পরিবর্তন করে শেখ রাসেল শিশু স্বাস্হ্য ইনস্টিটিউট ও হাসপাতাল করার আহবান জানান।
অনুষ্ঠানে শেখ শাহ আলমের লেখা বঙ্গমাতা নামক একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। 

0Shares

Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5583

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Somoynewsbd
Theme Customized By BreakingNews