মঞ্জুর আহমেদ : ভিন্নমত দমনের হাতিয়ার সাইবার নিরাপত্তা আইন ২০২৩ বাতিলের দাবিতে আজ বিকেলে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল – বাংলাদেশ জাসদ ঢাকা মহানগর শাখার উদ্যোগে তোপখানা রোডে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তৃতা করেন বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য জনাব নাজমুল হক প্রধান, স্থায়ী কমিটির সদস্যবৃন্দ সর্বজনাব বাংলাদেশ জাসদ স্থায়ী কমিটির সদস্য ডা. মুশতাক হোসেন, করিম শিকদার, তথ্য ও প্রযুক্ত সম্পাদক এফএম ইসমাইল চৌধুরী, বাংলাদেশ জাসদ ঢাকা মহানগর দক্ষিণ যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ন কবির, মতিঝিল থানার সভাপতি মো. শাহ আলম খান, বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রাহাত।
উপস্থিত ছিলেন বাংলাদেশ জাসদ স্থায়ী কমিটির সদস্য ও বাংলাদেশের জাতীয় শ্রমিক জোটের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মোখছেদুর রহমান লবু, গণমাধ্যম সম্পাদক মো. কামরুজ্জামান, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক ফারুক হোসেন চঞ্চল, বাংলাদেশ যুব জোটের সাধারণ সম্পাদক সাইদুর রহমান, বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল এর সভাপতি গৌতম শীল।
উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি আব্দুস সালাম খোকন, সঞ্চালনা করেন বাংলাদেশ জাসদ ঢাকা মহানগর দক্ষিণ সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন।
প্রতিবাদ সমাবেশে জনাব নাজমুল হক প্রধান বলেন, “জাতীয় আন্তর্জাতিক প্রতিবাদের মুখে সরকার ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করার কথা বললেও, এর বদলে যে সাইবার নিরাপত্তা আইন করেছে তা শুধু নামের পরিবর্তন মাত্র। সাইবার জগতের অপরাধকে গুরুত্ব না দিয়ে ভিন্নমত দমনের উদ্দেশ্যে সরকার নতুন মোড়কে সাইবার নিরাপত্তা আইন চালু করেছে। অন্যদিকে বাতিলকৃত ও নিন্দিত ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলা সব চালু আছে এবং সাজাও দেয়া হচ্ছে। আমরা অবিলম্বে এ কালো আইন বাতিলের দাবি জানাচ্ছি।”
বিদেশে লুটের টাকা পাচার সম্পর্কে জনাব প্রধান ঐ সব বিদেশি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বাংলাদেশ থেকে অবৈধভাবে পাঠানো টাকা বাজেয়াপ্ত করে তা বাংলাদেশে ফেরত পাঠানোর আহ্বান জানান। সেই তথ্য অনুযায়ী বাংলাদেশের কর্তৃপক্ষকে অবৈধ টাকা পাচারকারী ও তাদের সহযোগিতাকারীদের আইনের আওতায় এনে যথাযথ শাস্তি নিশ্চিত করার জন্যও তিনি দাবি জানান। সমাবেশ শেষে একটি প্রতিবাদ মিছিল রাজপথ প্রদক্ষিণ করে
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5667caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5667
Leave a Reply