কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আঞ্চলিক সংগঠন মুরাদনগর ছাত্র কল্যাণ পরিষদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর ) সংগঠনের সাবেক সভাপতি সভাপতি আব্দুস শাকুর এবং সাধারণ সম্পাদক বরকত উল্লাহ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
সংগঠনটির নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নৃবিজ্ঞান বিভাগের ১৪ তম ব্যাচের শিক্ষার্থী জাহিদ এইচ ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন রসায়ন বিভাগের একই ব্যাচের শিক্ষার্থী মোঃ রায়হান সরকার।
এছাড়াও নব নির্বাচিত কমিটির সহ-সভাপতির পদে রয়েছে তারিকুল ইসলাম, রাসেল চৌধুরী, সাইফুল ইসলাম, উম্মে হানি জারকা, সোহানুল ইসলাম (শাওন), নাসিফ মোহাইমেন, মোজাম্মেল হক। যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ সাইদুল হাসান, মেশকাত শরীফ,সাইফুল ইসলাম,ফাহিমা আক্তার, জান্নাতুল ফেরদৌসি, আরিফুল ইসলাম সোহান সাবিনা ভূঁইয়ান।
সাংগঠনিক সম্পাদক নুসরাত জাহান মাহমুদা, রাসেল সরকার, হাতেম ভূঁইয়া, জিহাদ হাসান রিজন, দুরডানা ইসলাম, আশরাফুল ইসলাম, অর্থ সম্পাদক নাঈম সরকার, উপ-অর্থসম্পাদক নিসরাত জাহান সরকার, দপ্তর সম্পাদক মাহবুব আলম, প্রচার সম্পাদক ইব্রাহীম ভূঁইয়াসহ আরো ২৬ জনকে কমিটির বিভিন্ন পদে নির্বাচিত করা হয়েছে।
নতুন নির্বাচিত সভাপতি জাহিদ এইচ ভূঁইয়া বলেন, ‘আমাকে যোগ্যতা অনুসারে মুরাদনগর ছাত্র কল্যাণ পরিষদ এর সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে। সংগঠনের শিক্ষার্থীদের নিয়ে শিক্ষকদের নির্দেশনায় আমার জন্য কাজ করার একটা প্ল্যাটফর্ম তৈরি হল। সফলভাবে আমি আমার উপর অর্পিত দায়িত্ব যাতে পালন করতে পারি তার জন্য সকলের দোয়া ও ভালোবাসা চাই।’
তিনি আরো বলেন, ‘মুরাদনগর থেকে প্রতি বছর অনেক শিক্ষার্থী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ভর্তি পরীক্ষা থেকে শুরু করে যে কোন ক্ষেত্রে আমাদের এলাকার কোন শিক্ষার্থী যাতে কোন ধরনের সমস্যায় বা বিড়ম্বনায় না পড়ে এজন্য আমরা আমাদের সংগঠনের পক্ষ হতে কাজ করছি এবং করে যাবো সংগঠনের সকলের সহযোগিতার মাধ্যমে।’
উল্লেখ্য আগামী এক বছরের জন্য নতুন কমিটি দায়িত্ব পালন করবে।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5667caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5667
Leave a Reply