বিশেষ প্রতিনিধিঃ
রাজধানীর মিরপুরে কোম্পানির মালিক বানানের কথা বলে নিরক্ষর গাজী বাদশার কাছ থেকে প্রায় ১৫ লক্ষ টাকা আত্মসাৎ করেছে নূর কল্যাণ ফাউন্ডেশন নামের একটি প্রতিষ্ঠানের মালিক মিরপুর ১৩ নম্বর সেকশনের বাসিন্দা নূর মোহাম্মদ
বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগে সুত্রে জানা যায়, মিরপুর ১৩ নম্বর সেকশনের বাসিন্দা নূর মোহাম্মদ টুসি বিডি টুসি এন্টারপ্রাইজ ও নূর কল্যাণ ফাউন্ডেশন এর পরিচালক করার কথা বলে গাজী বাদশা কে প্রতারণার ফাঁদে ফেলে নূর মোহাম্মদ সুকৌশলে হাতিয়ে নেয় ক্ষুদে ব্যবসায়ী বাদশা মিয়া প্রায় পনের লক্ষ টাকা।
বাদশাহ মিয়ার কাছ থেকে বিভিন্ন সময়ে কাজের অজুহাতে টাকাগুলো আত্মসাৎ করে। অভিযোগকারী বাদশা জানায় আমি অশিক্ষিত হওয়ায় সুযোগে নূর মোহাম্মদ বিভিন্ন অজুহাতে টাকা নিয়ে উক্ত অফিস নির্মাণ করে। যেহেতু সহজ সরল খেটে খাওয়া ক্ষুদে ব্যবসায়ী বাদশা কোম্পানির পরিচালক হবার আশায় অফিসের সকল প্রকার ফার্নিচার এবং কম্পিউটার ইত্যাদিসহ প্রায় ৫ লক্ষ টাকার আসবাবপত্র ক্রয় করে দেয়। পরিচালক হবার আশায় বাদশামিয়া নূর মোহাম্মদ এর কথামতো অত্র অফিসের স্টাফদের কয়েক মাসের বেতন দিয়েছে বলে সে জানায়। প্রতিষ্ঠানটির কাগজপত্র জমা করে রিসিভ কপি আনে কিন্তু কোন কাগজপত্রে বাদশার নাম নেই। বাদশা মিয়া তাৎক্ষণিক নূর মোহাম্মদ কে প্রতিবাদ করলে সে বলে তুমি তো পড়াশোনা জানো না তোমার নামে তাই কোন কাগজপত্র হয়নি।
তাহলে আমি তো পড়াশোনা জানিনা জেনে সত্ত্বেও তুমি আমার টাকা নিয়ে আমাকে পরিচালক বানানোর কথা বলে কোম্পানি করেছ আমাকে অর্ধেক ভাগ দিবে ব্যবসার এই প্রতিশ্রুতিতে তাই আমি তোমাকে টাকা দিয়েছি। এই নিয়ে সৃষ্টি হয় বাদশা ও নূর মোহাম্মদের সাথে বিতর্ক। বাদশা বলে তাহলে আমার টাকা খরচা হয়েছে সেই টাকাগুলো ফেরত দেন। জবাবে নূর মোহাম্মদ বলে তোমাকে কোন টাকা ফেরত দেওয়া হবে না। এক পর্যায়ে ১০০ টাকার তিনটি স্ট্যাম্পেএলাকার গণ্যমান্য ব্যক্তিদের সাক্ষী রেখে বাদশাহ ও নূর মোহাম্মদের মধ্যে একটি ব্যবসায়িক সমঝোতা চুক্তিনামা স্বাক্ষর হয়। উক্ত চুক্তিনামায় উল্লিখিত তিনটি চেক নাম্বার সহ ৬ লাখ ৭০ হাজার টাকার চেক দিয়েছেন নূর মোহাম্মদ বাদশা কে। চেক নাম্বার সি ৩০৯৫০১১ শহী নং/ ০১৭০২১০০২৭৫৬৯ ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স ব্যাংক লিমিটেড মিরপুর ব্রাঞ্চ টুসি এন্টারপ্রাইজ টাকা ২ লক্ষ মাত্র। ১ নং এমসিএইচ ৩ ০ ৩ ০ ৭ ২ ৪ সহ হি নং ২০ ৫০ ২৭ ৪০ ২০ ১৪ ৯২ ৫০ ৩ ইসলামী ব্যাংক লিমিটেড পল্লবী মিরপুর ব্রাঞ্চ ঢাকা নূর মোহাম্মদ টাকা ২ লক্ষ মাত্র। চেক নং সিবি অবলিক সিডি ৯০ ৩৫ ১৫৬ সহিনং ১৫০ ২৮৩ ৫২৪ ২০০১ সিটি ব্যাংক লিমিটেড পল্লবী মিরপুর ঢাকা ঢাকা ২৭০০০০ লক্ষ মাত্র। বর্তমানে কল্যাণ ফাউন্ডেশন এর এই প্রতিষ্ঠানে সম্পূর্ণ কার্যক্রম বন্ধ রয়েছে। নূর কল্যাণ ফাউন্ডেশনের বর্তমানে কর্মরত ২ জন কর্মকর্তা বৃন্দর সাথে কথা বললে তারা জানায় ঘটনার সত্যতা যেখানে উঠে এসেছে নূর মোহাম্মদের প্রতারণার তথ্য। উক্ত বিষয় নূর মোহাম্মদের বিরুদ্ধে কাফরুল থানায় জিডি নং -১৯৩৪/২১-০২-২০২৪ দায়ের করে ভুক্তভোগী। উক্ত ঘটনার তদন্ত সাপেক্ষে অন্যায়কারীকে আইনের আওতায় এনে সঠিক বিচারের দাবি জানায় ভুক্তভোগী।