মঞ্জুর: সোমবার ৩রা নভেম্বর ২০২৫, ন্যাশনাল ফার্মাসিস্ট ফোরাম এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেছে।বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল থেকে চার বছর মেয়াদি ডিপ্লোমা “কোর্স সম্পন্ন করেও ডিপ্লোমা ফার্মাসিস্টদের সরকারি চাকরিতে দীর্ঘদিন ধরে ১১তম গ্রেডে থাকতে হচ্ছে।অথচ সমমানের অন্যান্য ডিপ্লোমাধারীরা (যেমন: উপ-সহকারী প্রকৌশলী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা) সরাসরি ১০ম গ্রেডে যোগদান করছেন। এই প্রতারণামূলক বৈষম্যের প্রতিবাদে ন্যাশনাল ফার্মাসিস্ট ফোরাম এই মানববন্ধন আয়োজন করে।মানববন্ধন থেকে বক্তারা যে মূল দাবি ও বক্তব্য তুলে ধরেন-১০ম গ্রেড বাস্তবায়ন: অবিলম্বে ডিপ্লোমা ফার্মাসিস্টদের পদমর্যাদা ১১তম গ্রেড থেকে উন্নীত করে ১০ম গ্রেডে (দ্বিতীয় শ্রেণির পদমর্যাদাসহ) উন্নীত করতে হবে।নতুন পদ সৃষ্টি ও নিয়োগ: সারা দেশে স্বাস্থ্যসেবা নিশ্চিতকরতে WHO নির্দেশিকা অনুযায়ী ৫০ হাজার নতুন পদ সৃষ্টি করে দ্রুত ডিপ্লোমা ফার্মাসিস্টদের নিয়োগ দিতে হবে।পেশাগত মর্যাদা: ফার্মাসিস্টরা স্বাস্থ্যসেবার অবিচ্ছেদ্য অংশ।তাদের পেশাগত মর্যাদার এই অবদান দেশের স্বাস্থ্যখাতেরঅগ্রগতিতে বাধা সৃষ্টি করছে।স্বাস্থ্য ঝুঁকি রোধ: বক্তারা বলেন, সঠিক ওষুধ সরবরাহ ও অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স রোধে ফার্মাসিস্টের ভূমিকাঅপরিহার্য।১০ম গ্রেড বাস্তবায়ন হলে এই পেশায় মেধাবীরা উৎসাহিতহবে এবং স্বাস্থ্যসেবার মান বাড়বে।এই মানববন্ধনে ন্যাশনাল ফার্মাসিস্ট ফোরামের সভাপতি আব্দুর রহমান সভাপতিত্ব করেন।উক্ত মানববন্ধনে বক্তব্য প্রধান করেন কেন্দ্রিয় কমিটির মো: তৌহিদ পাটোয়ারি, রাকিবুল ইসলাম, আবু বকর, রিমন সরকার, রিয়াজুল ইসলাম, রাজু আহমেদ।তারা সরকারের প্রতি অবিলম্বে এই ন্যায্য ও যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান জানান, অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেন।