Somoy News BD

১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , মঙ্গলবার
ব্রেকিং নিউজ

আইডিইবি’র ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সংবাদ সম্মেলন

মঞ্জুর: ‘বৈষম্যহীন কর্মক্ষেত্র সময়ের দাবি’ প্রতিপাদ্যে গতকাল ৬ই নভেম্বর ২০২৪ গণপ্রকৌশলী দিবস ও আইডিইবি’র ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আহবায়ক প্রকৌশলী মোঃ কবির হোসেন, আইডিইবি অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন সদস্য সচিব, যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার ফজলুল হক, ইঞ্জিনিয়ার মির্জা মিজানুর রহমান, মোঃ সোলেয়মান, মোঃ জসিম সিকদার রানা প্রমুখ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন সদস্য সচিব। তিনিবলেন,আইডিইবি এদেশের  সংখ্যাগরিষ্ঠ প্রকৌশলীদের সংগঠন। যা ইতোমধ্যে দেশের বৃহত্তর পেশাজীবী সংগঠন হিসেবে পরিচিত ও স্বীকৃত। এই সংগঠনটি সাংবিধানিক রূপ লাভের পর ইতোমধ্যে কণ্টকাকীর্ণ ৫৩ বছর অতিক্রম করে আগামী ৮ নভেম্বর ২০২৪ তারিখে ৫৪তম বছরে পদার্পণ করবে। যদিও এদেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের আন্দোলন সংগ্রামে ৭৪ বছরের

ইতিহাস রয়েছে। এবারের প্রতিষ্ঠা দিবসটি নানান দিক থেকে বেশ তাৎপর্য বহন করছে। আমরা ৮-১৬ নভেম্বর বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রতিপাদ্যের গুরুত্ব জাতির নিকট তুলে ধরার প্রয়াস থেকে গণপ্রকৌশল দিবসে নিম্নোক্ত কর্মসূচি আপনাদের মাধ্যমে ঘোষণা করছি । ১। ৩-৭ নভেম্বর’২৪ মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, সকল মন্ত্রণালয়ের উপদেষ্টাবৃন্দ, সচিববৃন্দ, সংস্থা প্রধান, জেলা প্রশাসক, সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিকসহ পেশাজীবী নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, পলিটেকনিক শিক্ষার্থী ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মাঝে শুভেচ্ছা কার্ড বিতরণ। ২। আইডিইবি কেন্দ্রীয় কমিটি সহ সকল জেলা কমিটি দিবসটি উপলক্ষ্যে সংবাদ সম্মেলন আয়োজন করবে । ৩। ৮ নভেম্বর ইনস্টিটিউশনের প্রয়াত নেতৃবৃন্দ-সদস্য প্রকৌশলীসহ ছাত্র-জনতার আন্দোলনে শহীদের আত্মার মাগফিতার কামনায় আলোচনা ও দোয়া অনুষ্ঠান। অনুষ্ঠানে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি
ব্যারিস্টার এ. এম. মাহবুব উদ্দিন খোকন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। 8। ৮ নভেম্বর’২৪ দিবসের আলোকে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে বিশেষ আলোচনা অনুষ্ঠান সম্প্রচার। অনুরূপ অনুষ্ঠান বাংলাদেশ বেতারে সম্প্রচার হবে । ৫। ১০ নভেম্বর’২৪ তারিখে ঢাকাসহ দেশব্যাপী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক ও শুভানুধ্যায়ীদের অংশগ্রহণে আলোচনা অনুষ্ঠান ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হবে। র‍্যালি থেকে জনগণকে আইডিইবি’র প্রতিষ্ঠা বার্ষিকীর প্রতিপাদ্য ও ভয়াবহ ডেঙ্গু সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হবে। প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা ও র‍্যালির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব এ. এফ. হাসান আরিফ উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন । ৬। ১৪ নভেম্বর ২৪ ঢাকায় আইডিইবি ভবনে ‘বৈষম্যহীন কর্মক্ষেত্র-সময়ের দাবি’ প্রতিপাদ্যের আলোকে সেমিনার আয়োজন করা হবে। সেমিনারে পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি)-এর নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন । অনুরূপ কর্মসূচি জেলাগুলোতেও স্ব-উদ্যোগ গ্রহণ করা হবে । ৭। দেশের সকল জেলায় অবস্থিত আইডিইবি জেলা শাখা দপ্তর থেকে ফ্রি প্রযুক্তি পরামর্শ প্রদান, রক্তদান কর্মসূচি পালন করা হবে। ৮। ১৬ নভেম্বর’২৪ নবীন প্রবীণ সম্মিলনের মধ্য দিয়ে কর্মসূচির সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান মঞ্চে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। অনুষ্ঠানে অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব সালেহ উদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন ।

বর্ণিত কর্মসূচি বাস্তবায়ন ও দেশবাসীর নিকট তার প্রতিফলন নিশ্চিতকল্পে আমরা আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। বহুত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা সকলের ঐকান্তিক প্রচেষ্টায় অর্থবহ হোক। দক্ষতার সুনিপুণ ছোঁয়ায় প্রত্যাশিত সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের পথে জাতি এগিয়ে যাক-এ প্রত্যাশা রেখে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)’র পক্ষে আপনাদের সদয় উপস্থিতির জন্য কৃতজ্ঞতা ও পুনরায় গণপ্রকৌশল দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। একই সাথে দেশের সর্বস্তরের জনগণকে দেশের ৫ লক্ষাধিক ডিপ্লোমা প্রকৌশলী এবং প্রায় সাড়ে চার লক্ষাধিক ছাত্র সদস্যসহ দেশবাসীকে আপনাদের মাধ্যমে গণপ্রকৌশল দিবস ও ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা ।

 

Related Articles

এভারকেয়ার হসপিটাল ঢাকার আয়োজনে হাটু প্রতিস্থাপন সার্জারি বিষয়ক রোগীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রথম জেসিআই স্বীকৃত হাসপাতাল, এভারকেয়ার হসপিটাল ঢাকা আজ একটি পেশেন্ট ফোরামের আয়োজন করে, যার মূল উদ্দেশ্য ছিল হাঁটুর ব্যথা, অস্টিওআর্থ্রাইটিস এবং এর

আরও পড়ুন

নিষিদ্ধ পলিথিন বিরোধী অভিযানে ২৩ লাখ ৭০ হাজার টাকা জরিমানাসহ ৪৬,২৬২ কেজি পলিথিন জব্দ

নিজস্ব প্রতিবেদকঃ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ঘোষণা মোতাবেক গত ০৩ নভেম্বর ২০২৪ থেকে আজ পর্যন্ত বাংলাদেশে নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাতের

আরও পড়ুন

ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকদের সঙ্গে বৈঠক, ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে ঢাকায় অথবা প্রতিবেশি কোনো দেশে স্থানান্তরের অনুরোধ প্রধান উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদকঃ ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকদের সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বৈঠক হয়েছে। আজ সোমবার দুপুর ১২টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত

আরও পড়ুন

নড়াইল ডিবি কর্তৃক ৩৫(পঁয়ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার -২

মোঃ শরিফুল মোল্লা নড়াইল, জেলা প্রতিনিধিঃ মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ শফিকুল ইসলাম(২৬) ও মোঃ এনামুল শেখ(১৯) নামের ০২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman

এই বিভাগের আরও