মঞ্জুরঃঈদের আগে বেতন-ভাতা ও ঈদ বোনাস পরিশোধ ও রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে মানববন্ধন করেছেন দোকান কর্মচারীরা। মঙ্গলবার, (১২ মার্চ) সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশনের উদ্যোগে এই মানববন্ধন করেন তারা। মানববন্ধনে সভাপতিত্ব করেন জাতীয় দোকান কর্মচারী ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম বাবুল।প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জাতীয় দোকান কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক আমিরুল হক্ আমিন।বক্তরা বলেন, সারাদেশে দোকান, শপিংমল, চেইনশপ, ডিপার্মেন্টাল ষ্টোর, রিটেইলশপ, হোলসেল, ইলেকট্রিক দোকান, সেলুন, বিউটি পার্লার, ওষুধের দোকান এই ১০টি সেক্টরে প্রায় ৬০ লক্ষাধিক দোকান কর্মচারী কাজ করে। কিন্তু এই দোকান কর্মচারীদের জন্য এখন পর্যন্ত কোনো ন্যূনতম মজুরি বোর্ড নাই।
এছাড়াও দোকান কর্মচারীরা সাপ্তাহিক দেড় দিন ছুটি, নিয়োগপত্র, পরিচয়পত্র, অতিরিক্ত কাজের জন্য ওভারটাইম ভাতা, মাসের ৭ কর্মদিবসের মধ্যে বেতন ভাতা পরিশোধ, উৎসব বোনাস ইত্যাদি আইনসঙ্গত অধিকার এবং সুযোগ সুবিধা থেকে বঞ্চিত।বক্তরা সারাদেশের ৬০ লক্ষাধিক দোকান কর্মচারীদের ঈদের আগে বেতন-ভাতা ও ঈদ বোনাস পরিশোধ ও দোকান কর্মচারীদের জন্য রেশনিং ব্যবস্থা চালুর জোর দাবি জানান।
আরও উপস্থিত ছিলেন, ফেডারেশনের কেন্দ্রীয় নেতা হযরত আলী মোল্লা, রফিকুল ইসলাম, মিস সীমা আক্তার, মোঃ জাহাঙ্গীর প্রমুখ।