বিশেষ প্রতিবেদক:
মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস শুধু যে বৈচিত্র্যময় তা নয়, যেখানে রয়েছে প্রথা বিরোধী রাজনৈতিক মতাদর্শগত পার্থক্যের ইতিহাস। ঐসব রাজনৈতিক ইতিহাসের দিকে তাকালে দেখব অনেকটা থমকে দাঁড়ানোর মত ইতিহাস। প্রথা বিরোধী রাজনীতিবিদরা তাদের দেশ ও জাতির নেতৃত্বের ক্ষেত্রে অনেকটা সফলতার পরিবর্তে ব্যর্থতার গ্লানি বহন করেছেন। আমেরিকার ইতিহাসের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত প্রেসিডেন্ট হিসেবে খ্যাতি লাভ করেছিল ওয়ারেন জি হার্ডিং। যিনি ১৯২১ থেকে ১৯২৩ সাল সময়ে প্রথম বিশ্বযুদ্ধ উত্তর আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন। তিনি তাঁর সময়ে মার্কিন জনগণের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে সিদ্ধান্তহীনতা ও অদূরদর্শিতার নজির সৃষ্টি করেছিলেন। এমনকি তিনি তাঁর শপথ ভঙ্গ করে অধিক মূল্যের টেন্ডারগুলি তাঁর বন্ধুদের অনুকূলে পাবার ক্ষেত্রে সহযোগিতা করতেন। ওয়ারেন জি হার্ডিং (১৮৬৫ – ১৯২৩) তাঁর ৫৭ বছর জীবনকালে আমেরিকার গণতন্ত্রের উপহাসমূলক ইতিহাসের নজির সৃষ্টি করেছেন। উল্লেখিত প্রেক্ষাপটে বর্তমান রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ও সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা করেননি।
এমনকি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক মেয়াদে (২০১৬-২০২০) সালে প্রেসিডেন্টের দায়িত্ব পালনকারী পালনকালে হোয়াইট হাউসে থাকাকালীন সময়ে আমেরিকার রাজকোষাগার থেকে তাঁর বেতন ভাতাদি সুবিধা ও নেননি। কারণ তিনি ঐতিহ্যবাহী রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী হলেও প্রথা বিরোধী রাজনীতিবিদ ছিলেন। বাস্তবে তিনি তাঁর সময়ে মার্কিন অর্থনৈতিক ব্যবস্থার পুনরুদ্ধার করতে ব্যাপক ভূমিকা রেখেছিলেন। এমনকি মার্কিন পররাষ্ট্র নীতিকে কলঙ্ক ও দাগ মুক্ত করার মার্কিন প্রচেষ্টা ও তিনি করেছেন। মার্কিন জনগণের করের টাকায় নতুন কোন ধরণের যুদ্ধ চালিয়ে নেওয়ার মতো উচ্চাবিলাসী পরিকল্পনা ও বাস্তবায়ন করেননি। অধিকন্তু মার্কিন জনগণের করের টাকায় ব্যয় সংকোচনের নীতি বাস্তবায়ন করেছেন। অতঃপর, ডোনাল্ড ট্রাম্পের শেষ সময়ে এসে করোনাভাইরাস মহামারির কবলে পড়ে মার্কিন অর্থনীতি কিছুটা স্থিমিত হয়ে গিয়েছিল। অবশেষে তিনি তাঁর ভাইস-প্রেসিডেন্টকে দায়িত্ব দিয়ে
নির্বাচনের ফলাফল মেনে মার্কিন গণতন্ত্রের ঐতিহ্যবাহী ধারা অনুসরণ করেছিলেন। যদিও তাঁর সময়কালে মার্কিনীদের নির্বাচন সংক্রান্ত ভূলত্রুটির জন্য আদালতের কাঠগড়ায় ও দাঁড়াতে হয়েছিল। তিনিই প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট হিসেবে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে মামলার রায় মেনে নিতে বাধ্য হয়েছিল। বিগত জুলাই ১৩, ২০২৪ রোজ শনিবার পেনসিলভেনিয়ার বাটলারের তাঁর নির্বাচনী জনসভায় তাঁকে গুলি করে হত্যা প্রচেষ্টা ও অব্যাহত ছিল। যার ফলশ্রুতিতে, মার্কিন গণতন্ত্রের সংকটময় সময়ে এসে আগামী নভেম্বর ৫ তারিখে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তাঁর জনগণের প্রতিনিধিত্ব করতে ও গণতান্ত্রিক ব্যবস্থা অটুট রাখতে দৃঢ় প্রতিজ্ঞ হয়েছেন। ডোনাল্ড ট্রাম্প একজন প্লুটোক্র্যাসির সদস্য হিসেবে মার্কিনীদের পলিটিক্যাল ডেমোক্র্যাসির বাস্তবায়নে শান্তি, সম্প্রীতি, মানবাধিকার রক্ষা ও যুদ্ধবিহীন বিশ্বায়ন গড়তে ভূমিকা রাখার প্রত্যাশায় ঐতিহ্যবাহী মার্কিনীদের গণতন্ত্র ও গণতান্ত্রিক শাসনব্যবস্থার ধ্বজা ধরতে আবারো মার্কিন জনগণের প্রতিনিধিত্ব করতে প্রেসিডেন্ট পদে প্রার্থী হয়েছেন। ইসরায়েলের গণহত্যার যুদ্ধ- গাজায় ও লেবাননের যুদ্ধ চলমান। রাশিয়ার আগ্রাসনে ইউক্রেনে যুদ্ধ-মার্কিন জনগণের করের টাকার অপচয় ও সময়ক্ষেপন না করে কোনোভাবেই কাম্য নয়। ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থীকে বাদ দিয়ে মার্কিন জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটানোই আগামী নভেম্বরের ৫ তারিখে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জেনারেল আইজেন হাওয়ার এর মত আমাদেরও বলতে হবে- “যাদের আমরা পছন্দ করি না, তাদের কথা ভেবে এক মিনিটও সময় যেন আমরা নষ্ট না করি”।
আর মাত্র পাঁচ দিন বাকি মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের- সাতটি অঙ্গরাজ্যেসহ পঞ্চাশটি অঙ্গরাজ্যের সবকটিতেই ডেমোক্রেটিক ও রিপাবলিকান দলের নির্বাচনী প্রচার-প্রচারণা একেবারেই শেষ পর্যায়ে এসে উপনীত। শেষ পর্যায়ের প্রচার-প্রচারনার ক্ষেত্রে দুই-দলের দুই প্রার্থী তাদের ভোটারদের আকৃষ্ট করতে ব্যাপক বাকযুদ্ধে লিপ্ত হয়েছেন। কখনো কখনো ব্যক্তিগত যোগ্যতা কিংবা অযোগ্যতার দাবী উত্থাপন করে আক্রমণাত্মক বক্তব্য দিয়ে প্রচার-প্রচারণা তুলে ধরে এগিয়ে যাচ্ছেন। এমনকি দ্বিধা-বিভক্ত মার্কিন সমাজ ব্যবস্থায় গণতান্ত্রিক রীতিনীতি সীমালংঘন করা হচ্ছে। সর্বোপরি মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনী ব্যবস্থায় ইলেক্টোরাল ভোটিং ব্যবস্থায় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বিবেচনা করত প্রার্থীদের বিজয় নির্ভর করে। সর্বশেষ অক্টোবর ৩০, ২০২৪ পর্যন্ত নিউইয়র্ক টাইমস ও ফাইভ থার্টিএইটি জরিপ অনুসারে- শতকরা এক ভাগেরও কম ০.৫৭ ভাগ ভোটে এগিয়ে রয়েছে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী। এক্ষেত্রে ভোটের সংখ্যা হিসেবে ইলেক্টোরাল কলেজের ভোটের সংখ্যাটির বিবেচনায় আসন পেলে যদি কোনো প্রার্থী গড়ভোট বেশিও পায় কিন্তু ইলেক্টোরাল কলেজের ভোটের সংখ্যার বিবেচনা আসন কম পায়- তাহলে সেই প্রার্থী পরাজিত। অন্যদিকে যদি কোনো প্রেসিডেন্ট প্রার্থী ইলেকট্রোরাল কলেজে ভোটের সংখ্যা বেশি পায় কিন্তু গড়ভোট কম পেলেও সে ক্ষেত্রে ঐ প্রার্থী বিজয়ী বলে বিবেচিত হবে। এখানে উল্লেখ্য যে- কোনো প্রেসিডেন্ট প্রার্থী বিজয়ী হতে হলে কমপক্ষে ২৭০ টি ইলেকট্রোরাল কলেজের ভোটের সংখ্যার বিবেচনায় আসন পেতে হবে।