মোঃ শরিফুল মোল্লা, নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইলে ১০ ডিসেম্বর মুক্ত দিবস, ১৪ শহিদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বেলা ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান সভাপতিত্ব করেন।
এসময় উপস্থিত ছিলেন উপপরিচালক (স্থানীয় সরকার) জুলিয়া সুকায়না, ভারপ্রাপ্ত অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জুবায়ের হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আহসান মাহমুদ রাসেল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস, বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন শরফুজ্জামান অপু,নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাজেদুল ইসলাম, নড়াইল সদর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুস্তাফিজুর রহমান আলেক, জামায়াতে ইসলামীর জেলা আমির অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু, জেলা সেক্রেটারি জেনারেল ওবায়দুল্লাহ কায়সার,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা সংশ্লিষ্ট অংশীজনবৃন্দ।