মোঃ আল-শাহরিয়ার বাবুল খান:
ঢাকা-আরিচা মহাসড়কের সাভারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চারজন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি)ভোররাতে একটি অ্যাম্বুলেন্স এবং দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষের পর অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে এই দুর্ঘটনা ঘটে।
সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের গুদাম পরিদর্শক মেহেরুল ইসলাম জানান, ভোর রাত প্রায় ২টা ৪ মিনিটে আগুন লাগার খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছান। তখন একটি অ্যাম্বুলেন্স এবং দুটি যাত্রীবাহী বাস জ্বলছিল। পরবর্তীতে অ্যাম্বুলেন্স থেকে এক নারী ও এক শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়। একটি বাস থেকে ৭ জন আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে বাকি ৮ জন অন্য বাসের যাত্রী।
ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান, দুটি যাত্রীবাহী বাসের মধ্যে একটি ঝুমুর পরিবহন এবং অন্যটি শ্যামলী পরিবহনের দূরপাল্লার বাস ছিল।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, ঢাকামুখী লেনে নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্সটি প্রথমে রাস্তার ডিভাইডারে ধাক্কা খায়। এরপর পেছন থেকে আসা একটি বাস অ্যাম্বুলেন্সটিকে আঘাত করলে অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরিত হয় এবং আগুন দ্রুত অন্য যানবাহনে ছড়িয়ে পড়ে।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম জানান,চারটি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।তিনি মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা প্রকাশ করেছেন।
প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার কারণে ঢাকা-আরিচা মহাসড়কে বেশ কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।