নরসিংদী থেকে এস আলমঃ
নরসিংদীর পলাশে বিপুল পরিমাণ গাঁজাসহ সুমন মিয়া (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বিকালে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার শহীদ ময়েজউদ্দিন সেতু সংলগ্ন একটি হোটেলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সুমন মিয়া গাজীপুর জেলার টঙ্গী থানা এলাকার কাঠালদীয়া এলাকার মমিন মিয়ার ছেলে। পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকতিয়ার উদ্দিন জানান, শুক্রবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে পুলিশের একটি দল ঘোড়াশাল পৌরসভার শহীদ ময়েজউদ্দিন সেতু সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এসময় জবেদ আলী নামে একটি হোটেলের সামনে থেকে সুমন মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে সুমন মিয়ার সাথে থাকা দুটি ব্যাগে তল্লাশী করলে একটি থেকে ৮ কেজি ও একটি থেকে সাড়ে ৭ কেজিসহ মোট ১৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত সুমন মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা রুজু প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।
বৈষম্যবিরোধী আন্দোলনে আহত রাতুলকে আর্থিক সহায়তা দিলো বিজিবি
নিজস্ব প্রতিবেদকঃ জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকা রাইসুর রহমান রাতুল নামের একজন তার চিকিৎসার ব্যয় নির্বাহ ও পরিবারের স্বচ্ছলতা ফিরিয়ে আনার লক্ষ্যে