নিজস্ব প্রতিবেদকঃ
রাজধানীর ভিআইপি এলাকা গুলশান, বনানী,বসুন্ধরা এবং বারিধারায় চলছে রমরমা স্প্যা বানিজ্য। বিভিন্ন সোস্যাল
মিডিয়া ফেসবুক, ম্যাসেন্জার এবং হোয়াটসঅ্যাপ ব্যবহার করে চটকদার
বিঙ্গাপনের মাধ্যমে চলে এসব ব্যবসা।
গুলশান -২ নম্বর এলাকায় ৪৭ নম্বর রোডের, ২৫ নম্বর হাউজে চলছে পায়েলের
স্প্যা বানিজ্য।পায়েলের আছে একঝাঁক
দালাল চক্র এদের মাধ্যমে বিভিন্ন জায়গা
থেকে খরিদদার সংগ্রহ করে।সন্ধ্যা আসলে
হাউজটি হয়ে যায় মাদকের সম্রাজ্য।
মিসঃ পায়েল বহু বছর যাবৎ অনৈতিক ব্যবসা করে গুলশান এবং বনানী এলাকায়
।প্রায় দুই বছর আগে এই হাউজে প্রশাসনের সফল অভিযানের মাধ্যমে
বেশ কিছু পতিতা এবং কিছু কাষ্টমারকে
গ্রেফতার করা হয়।দুইটি মেয়ে বিল্ডিং থেকে পালিয়ে যাওয়ার সময় পড়ে গিয়ে
মারা যায়।মিসঃপায়েলকে মুঠোফোনে
একাধিক বার ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।
এবিষয় গুলশান থানার অফিসার ইনচার্জ
মোঃমাহমুদুর রহমান বলেন,আমার এলাকায় কোন অবৈধ ব্যবসা চলতে
দেওয়া হবে না,আমি মাত্র তিনদিন জয়েন্ট
করেছি সব অপকর্মের বিরুদ্ধে ব্যবস্হা নিব।