মঞ্জুর: গঠনতন্ত্রের বিভিন্ন ধারা অমান্য করায় স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ থেকে সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কয়েকজন সদস্যকে বহিষ্কার করেছে বর্তমান কমিটি। আর এই বহিষ্কৃতরা সংগঠনের সুনাম নষ্ট করছে। সম্মেলনের নামে সদস্যদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে তারা। তবে এসব বহিষ্কৃতদের নানা অপচেষ্টা রোধে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে। বুধবার (২২ মে) জাতীয় প্রেসক্লাবে ‘স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি হতে বহিষ্কৃত সাবেক কিছু বিপথগামী নেতৃবৃন্দ সম্মেলনের নামে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা ছড়ানোর প্রতিবাদে’ আয়োজিত এক সংবাদ
পরিষদের বর্তমান কমিটি বহিষ্কৃতদের সকল ষড়যন্ত্র সাংগঠনিকভাবে মোকাবিলা করবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। সভাপতি মোহাম্মদ আককাছ আলী আকাশ ও সাধারণ সম্পাদক আশরাফ-উল-আলম ব্যাকুলের স্বাক্ষর ছাড়া স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সংবাদ পরিবেশন না করার জন্য গণমাধ্যমকর্মীদের অনুরোধ করেন স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের বর্তমান কার্যনির্বাহী কমিটি।
আরও উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ার মোঃ মনিরুজ্জামান, আশফাকুল্লা, আব্দুর রায়হান প্রমুখ।