মঞ্জুর:ইসলামী সমাজ’ এর আমীর সৈয়দ হুমায়ূন কবীর বলেছেন, যে সমাজ ও রাষ্ট্রে মানুষের মানবিক মূল্যবোধ ও মর্যাদা প্রতিষ্ঠিত থাকে, তাদের সকল অধিকার আদায় ও সংরক্ষণের ব্যবস্থা থাকে, হিংষা, বিদ্বেষ,ও বৈষম্য মুক্ত হয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে সে সমাজ ও রাষ্ট্র’ই কল্যাণকর আদর্শ সমাজ ও রাষ্ট্র। কল্যাণকর আদর্শ সমাজ ও রাষ্ট্র গঠনে প্রয়োজন নিখুত আদর্শ একথার উল্লেখ করে তিনি বলেন, যে নীতিমালা মেনে চললে মানুষে মানুষে হিংষা-বিদ্বেষ দূর হয়ে তাদের মধ্যে মানবতা ও মনুষত্বের বিকাশ ঘটে সেই নীতিমালা’ই মূলতঃ আদর্শ। সৃষ্টিকর্তা আল্লাহর আইন-বিধান মানুষের মধ্য থেকে হিংষা-বিদ্বেষ দূর করে তাদেরকে নৈতিকতার উন্নত মানে প্রতিষ্ঠার মাধ্যমে মানবতার কল্যানে নিঃস্বার্থভাবে দায়িত্ব পালন করার জন্য যোগ্য করে গড়ে তুলে। কাজেই সৃষ্টিকর্তা আল্লাহ প্রদত্ত আইন-বিধানই নিখুত আদর্শ।
গতকাল ১৩ আগস্ট মঙ্গলবার, সকালে ‘ইসলামী সমাজ’ এর পল্টনস্থ অফিসে ঢাকা মহানগর দক্ষিণ এর সহকারী দায়িত্বশীল আবু জাফর মোঃ সালেহ’র সঞ্চালনায় “কল্যাণকর আদর্শ সমাজ ও রাষ্ট্র গঠনের উপায়” বিষয়ে ইসলামী সমাজের আমীর সাহেবের সাংবাদিকদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ইসলামী সমাজের আমীর বলেন, মানব রচিত ব্যবস্থা আদর্শ নয়! মানব রচিত ব্যবস্থা মানুষকে বস্তুবাদী হিসেবে গড়ে তুলে, যার কারণে মানুষ ব্যক্তিস্বার্থ, দলীয় স্বার্থ ও জাতীয় স্বার্থের সংকীর্ণ গন্ডির মধ্যে সীমাবদ্ধ থাকে একথার উল্লেখ করে তিনি বলেন, সৃষ্টিকর্তা আল্লাহ প্রদত্ত কল্যাণমর জীবন ব্যবস্থা ‘ইসলাম’ই মানুষের সকল অধিকার আদায় ও সংরক্ষণের সুব্যবস্থা করে, মানবিক মূল্যবোধ প্রতিষ্টা করে বিধায়; ইসলাম’ই একমাত্র আদর্শ এবং কল্যাণকর আদর্শ সমাজ ও রাষ্ট্র গঠনের একমাত্র পথ। বর্তমানে বিশ্বের প্রতিটি রাষ্ট্র মানব রচিত ব্যবস্থার ভিত্তিতে গঠিত ও পরিচালিত বিধায়; সবই অকল্যাণকর সমাজ ও রাষ্ট্র।’ইসলামী সমাজ’ কল্যাণকর আদর্শ সমাজ ও রাষ্ট্র গঠনের লক্ষ্যে ইসলাম প্রতিষ্ঠার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সকলকে তিনি যার যার ধর্ম পালনের সাথে সাথে কল্যাণকর আদর্শ সমাজ ও রাষ্ট্র গঠনের লক্ষ্যে ইসলাম প্রতিষ্ঠায় ইসলামী সমাজে শামিল হওয়ার আহ্বান জানান। মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলে, ইসলামী সমাজের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সর্বজনাব মুহাম্মাদ ইয়াছিন, মুহাম্মাদ ইউসুফ আলী মোল্লা, সোলায়মান কবীর, মোঃ নুরুদ্দীন, আমীর হোসাইন, আজমুল হক, আবু বকর সিদ্দিক, আবু শামাহ, মিনহাজ উদ্দিন, ইসমাইল দাড়িয়া, মোঃ সোহেল ও মোস্তফা জামিল সাদ প্রমুখ।
ওয়ালটন ও মার্সেলের প্রতারনার শিকার ইলেকট্রনিক্স ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীবৃন্দের সংবাদ সম্মেলন স্থগিত
মঞ্জুর: গতকাল ১৪ই জানুয়ারী ২০২৫ ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে বাংলাদেশ ইলেকট্রনিক্স ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীবৃন্দ এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। উক্ত সংবাদ সম্মেলনে বাংলাদেশ ইলেকট্রনিক্স বিজনেস