নিজস্ব প্রতিবেদকঃ
দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌ পথে নিরাপত্তা নিশ্চিতকরণে নৌ পুলিশ দেশব্যাপী বিভিন্ন অভিযান পরিচালনা করছে। গত ০৭ (সাত) দিনব্যাপী নৌ পুলিশের বিভিন্ন অভিযানে মোট ২,৪৯,৭৭,৯২৬ (২ কোটি ৪৯ লক্ষ ৭৭ হাজার ৯২৬) মিটার অবৈধ জাল, ৯,৩৬৯ ( নয় হাজার তিনশত ঊনসত্তর ) কেজি মাছ, ২,৫২,০০০ ( ২ লক্ষ ৫২ হাজার ) পিস বাগদা রেণু পোনা, ৫,৯৫,৯২৫ ( ৫ লক্ষ ৯৫ হাজার ৯২৫ ) পিস বিভিন্ন জাতের মাছের পোনা, ১০০ (একশত) কেজি পাঙ্গাস মাছের পোনা, ১৪০ (একশত চল্লিশ) কেজি কাঁকড়া জব্দ করা হয় এবং নদী থেকে ৭৯ (ঊনআশি)টি ঝোপঝাড় ধ্বংস করা হয়।
নৌ পুলিশের এই অভিযানে বৈধ কাগজপত্র না পাওয়ায় ১২৬ (একশত ছাব্বিশ)টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে প্রসিকিউশন দায়ের করা হয় এবং ৬ (ছয়)টি ড্রেজার জব্দ করা হয়।
গত এই অভিযানে ৩৪৮ জন আসামী গ্রেফতার করা হয় এবং ২৪(চব্বিশ)টি মৎস্য, ৮(আট)টি বেপরোয়া, ১(এক)টি হত্যা, ১(এক)টি চুরি, ৫(পাঁচ)টি অপমৃত্যু, ১(এক)টি চাঁদাবাজি এবং ২(দুই)টি বালুমহাল মামলাসহ মোট ৪২ (বিয়াল্লিশ)টি মামলা দায়ের করা হয় এবং ১৫ (পনেরো)টি মৃতদেহ উদ্ধার করা হয়।
উল্লেখ্য, জব্দকৃত অবৈধ জাল ধ্বংস করা হয়েছে। মাছ এতিমখানায় বিতরণ এবং মাছের রেনু পোনা পানিতে অবমুক্ত করা হয়েছে।