নিজস্ব প্রতিবেদকঃ
আজ ১১ জানুয়ারি ২০২৫, ৫ টি ভেন্যুতে ৭৫ টি দেশের ২২০ টি সিনেমা নিয়ে পর্দা উঠলো ২৩ তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে। বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে চীনা চলচ্চিত্রের পোস্টার প্রদর্শনী কর্নার উদ্বোধন করেই মিলনায়তনে প্রবেশ করেন প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জনাব মো. নাহিদ ইসলাম। সাথে ছিলেন অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশে গণপ্রজাতন্ত্রী চীনের মান্যবর রাষ্ট্রদূত জনাব ইয়াও ওয়েন এবং চীনা চলচ্চিত্র প্রশাসনের আন্তর্জাতিক বিভাগের পরিচালক জনাব শু ইয়াং। আরো ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান, উৎসব কমিটির নির্বাহী সদস্য জনাব জালাল আহমেদ এবং উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করে দর্শকদের মন মাতিয়েছেন বাংলাদেশের স্বনামধন্য ব্যান্ড জলের গান। এরপর প্রধান অতিথি সহ বিশেষ অথিতি, অনুষ্ঠানের সভাপতি এবং উৎসব পরিচালক মঞ্চে আসন গ্রহণ করেন।
প্রথমেই বক্তব্য রাখেন চীনা চলচ্চিত্র প্রশাসনের আন্তর্জাতিক বিভাগের পরিচালক জনাব শু ইয়াং। উৎসবে এ তাকে আমন্ত্রণ করার জন্য তিনি ধন্যবাদ জানান রেইনবো ফিল্ম সোসাইটি অথরিটি কে। চীনা দূতাবাস এর মাধ্যমে এখানে বেশ কিছু নতুন চলচ্চিত্র এসেছে যেগুলো চীনা চলচ্চিত্র নির্মাতাদের জন্য বিশেষ সুবিধাজনক।
এরপর বাংলাদেশে গণপ্রজাতন্ত্রী চীনের মান্যবর রাষ্ট্রদূত জনাব ইয়াও ওয়েন তার বক্তব্যে বলেন ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বিভিন্ন দেশের সাথে বাংলাদেশের ভাইব্র্যান্ট কালচারাল এক্সচেঞ্জ এর একটি মাধ্যম। ঢাকায় এই আয়োজনের পাশাপাশি চীনে শুরু হয়েছে বাংলাদেশের সঙ্গে চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপনের বিভিন্ন আয়োজন। উৎসবে এ মোট ১৫ টি সিনেমার সঙ্গে সঙ্গে ১৫ টি চীনা ফিল্ম প্রোডাকশন টীমের সাথে পরিচিত হতে পারবে দেশীয় প্রোডাকশন টীম গুলো।
প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জনাব মো. নাহিদ ইসলাম তাঁর বক্তব্যে বলেন ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হচ্ছে মনন বিকশের একটা মাধ্যম। এর মাধ্যমে আমরা বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র নির্মাতা দের সাথে পরিচিত হতে পারি তাদের ফিল্ম দেখার মাধ্যমে। তাদের দেশের সংস্কৃতি সম্পর্কে ধারণা নিতে পারি।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান, উৎসব কমিটির নির্বাহী সদস্য জনাব জালাল আহমেদ। তিনি বলেন অর্থ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয় থেকে নিয়মিত অর্থ বরাদ্দের জন্য যদি এই উৎসবকে তালিকা ভুক্ত করা হয় তাহলে উৎসব নিয়ে প্রতি বছর যে দুঃশ্চিন্তা সেটি আর থাকে না।
এরপরই উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে এবছর দেখানো হয় চিউ ঝ্যাং পরিচালিত চীনা ছবি ‘মুন ম্যান”।
আগামী ১৯ জানুয়ারী পর্যন্ত চলবে ২৩ তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।
১২ ও ১৩ জানুয়ারী ঢাকা ক্লাবের স্যামসন লাউঞ্জে অনুষ্ঠিত উইমেন ইন সিনেমা কনফারেন্স।
১৭ ও ১৮ জানুয়ারী জাতীয় জাদুঘরের সিনেপ্লেক্স অডিটোরিয়ামে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হবে মাস্টারক্লাস।
১৯ তারিখ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে অনুষ্ঠিত হবে উৎসবের সমাপনী অনুষ্ঠান।
আশুলিয়ায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এর কর্মী সম্মেলন অনুষ্ঠিত।
হৃদয় শিকদার :আশুলিয়া প্রতিনিধিঃ আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন এ বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। শুক্রবার <span;>(১৭ জানুয়ারি) আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন এর ইউনিক এলাকায়