স্টাফ রিপোর্টার : শরীয়তপুর জেলার পালং উপজেলায় খিচুড়ি অনুষ্ঠানে হাকিম মাদবর গ্রুপ ও মতি চৌকিদার গ্রুপের মধ্যে সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। দীর্ঘ দিন এলাকায় স্থানীয় প্রভাব খাটিয়ে আধিপত্য বিস্তার করে আসছিল দুই গ্রুপে। ঈদ উপলক্ষে ঠান্ডার মোড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খিচুড়ি অনুষ্ঠান করছিল চৌকিদার গ্রুপের ছেলেরা। উক্ত অনুষ্ঠানে দেশীয় অস্ত্রের মোহরায় সজ্জিত হইয়া অতর্কিত হামলা চালায় মাদবর গ্রুপ। হামলায় চৌকিদার গ্রুপের ০৪ জন এবং মাদবর গ্রুপের ০১জন আহত হয়। আহতদের শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। চৌকিদার গ্রুপের মোস্তফা মুন্সির অবস্থা আশঙ্কা জনক বিধায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। এ ব্যাপারে মতি চৌকিদার বাদী হয়ে ২৪ জনে বিরুদ্ধে পালং সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছে। মামলা নং ০২/২০২৫, এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। বিপক্ষ একটি কাউন্টার মামলা করেছে বলে জানা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন আসামি গ্রেফতার হয়নি।

বিভিন্ন ব্র্যান্ডের ২৫১টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিলো ডিএমপির তেজগাঁও বিভাগ
নিজস্ব প্রতিবেদকঃ বিভিন্ন সময়ে হারানো, চুরি ও ছিনতাইকৃত বিভিন্ন ব্র্যান্ডের ২৫১টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগ। ডিএমপির