নরসিংদী থেকে এস আলমঃ
নরসিংদীর পৌর শহরের শাপলা চত্বর থেকে অস্ত্র ও গুলিসহ দুই সন্ত্রাসীকে আটক করেছেন জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তথ্যটি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র সরকার।
আটককৃতরা হলেন: শিবপুর উপজেলার আলিনগর কোনাপাড়া গ্রামের মৃত আসাদুজ্জামান টুকুর ছেলে মোঃ রুবেল মিয়া (২৬) ও ব্রাহ্মনবাড়িয়ার সরাইল উপজেলার চানপুর গ্রামের মৃত আব্দুল সাত্তার এর ছেলে রায়হান উদ্দিন (২০)। এসময় তাদের কাছ থেকে ১টি ওয়ান শুট্যারগান ও ৫ রাউন্ড কার্তুজ (গুলি) উদ্ধার করা হয়।
ডিবির ওসি খোকন চন্দ্র সরকার জানান, বুধবার (৬ মার্চ ) রাত পৌনে ১২টায় ডিবি’র উপপরিদর্শক সেকান্দর আলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের পাশলা চত্বর বাজারের পাশে কফি হাউজের সামনে অভিযান চালিয়ে সন্ত্রাসী মোঃ রুবেল মিয়া ও রায়হান উদ্দিন নামে দুইজনকে আটক করা হয়।
এসময় তাদের দেহ তল্লাশি করলে তাদের কাছ থেকে একটি সচল ওয়ান শুট্যারগান ও ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
এ বিষয়ে নরসিংদী মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়েের প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।

নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যা, স্বল্প সময়ের মধ্যে আসামি গ্রেফতার
নিজস্ব প্রতিবেদকঃ নড়াইলের লোহাগড়া থানাধীন লাহুড়িয়া পশ্চিমপাড়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আসামীদের সাথে মামলার ভিকটিম মৃত আকবার হোসেন শেখের পরিবারের অন্যান্য সদস্যদের দীঘদিন ধরে