Somoy News BD

২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , রবিবার
ব্রেকিং নিউজ

প্রধান উপদেষ্টা কর্মকর্তাদের বিনা ঝামেলার ঈদ উপহার দেওয়ার জন্য ধন্যবাদ জানালেন

নিজস্ব প্রতিবেদকঃ
আজ রোববার রাজধানীর স্টেট গেস্ট হাউজ জামুনায় বিদ্যুৎ, জ্বালানি, সড়ক পরিবহন ও সেতু এবং রেল মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস।

নয় দিনব্যাপী ঈদুল ফিতরে কোনো সড়কজট ও ন্যূনতম লোডশেডিং মুক্ত ঈদ উপহার দেওয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিনন্দন জানান তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, “এখন পর্যন্ত আমি ঈদ নিয়ে ভালো কথাই শুনছি। সবাই প্রশংসা করছেন কীভাবে সবকিছু সুন্দরভাবে সাজানো হয়েছিল।”

তিনি আরও যোগ করেন, “এখন একটি মানদণ্ড তৈরি হয়েছে, এবার সারা বছরই এ ধারা বজায় রাখতে হবে।”

সড়ক পরিবহন ও সেতু, রেল এবং বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের উপদেষ্টা ফৌজুল কবির খানের নেতৃত্বে কর্মকর্তাদের দল বৈঠকে অংশ নেন।

তিনি ঈদের প্রস্তুতি নিয়ে প্রধান উপদেষ্টাকে বিস্তারিত জানান। উপদেষ্টা খান বলেন, “আমরা আলাদা মন্ত্রণালয় হিসেবে নয়, বরং একটি সমন্বিত ইউনিট হিসেবে কাজ করেছি।”

ঈদ উপলক্ষে গ্রামমুখী মানুষের বৃহত্তম যাত্রা সামাল দিতে সায়েদাবাদ বাস টার্মিনাল কীভাবে পরিষ্কার ও সংগঠিত করা হয়েছিল— তার উদাহরণ টেনে তিনি বলেন, অন্যান্য মন্ত্রণালয় ও এমনকি বেসরকারি খাতও এই পরিকল্পনা ও বাস্তবায়নে যুক্ত ছিল।

“যখন আমরা সায়েদাবাদ বাস টার্মিনালে গিয়েছিলাম, এটি নোংরা ও অগোছালো ছিল। একটি বিশাল প্রস্রাবখানার মতো দেখাচ্ছিল। তাই আমরা পরিবেশ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে এটি সমাধান করি,”বলেন তিনি।

উপদেষ্টা আরও জোর দিয়ে বলেন, ঈদের ছুটিতে কোনো কর্মকর্তাই নিজেদের গ্রামের বাড়ি যাননি, বরং মাঠে থেকে সবকিছু ঠিকঠাক রাখতে কাজ করেছেন।

তিনি আরও জানান, আগামী ঈদুল আজহাতেও যদি সবকিছু ঠিকভাবে করা হয়, তাহলে ন্যূনতম লোডশেডিং ও কোনো যানজট থাকবে না। “ইনশাআল্লাহ, ঈদুল আজহাও যানজটমুক্ত ও সুন্দরভাবে পালিত হবে,”যোগ করেন তিনি।

বৈঠকে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিশেষ সহকারী শেখ মোহিউদ্দিন, বিদ্যুৎ বিভাগের সচিব ফারজানা মমতাজ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মুহাম্মদ সাইফুল ইসলাম, বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রিন্সিপাল সেক্রেটারি সিরাজ স্যাথীসহ অন্যান্য কর্মকর্তারা।

Related Articles

স্থানীয় সরকার সংস্কার কমিশনের চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার হাতে

নিজস্ব প্রতিবেদকঃ রোববার রাষ্টীয় অতিথি ভবন যমুনায় স্থানীয় সরকার সংস্কার কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের কাছে হস্তান্তর করে। প্রতিবেদন গ্রহণকালে প্রধান

আরও পড়ুন

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ থেকে আরও বেশি হারে ফোর্স নেয়ার অনুরোধ স্বরাষ্ট্র উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদকঃ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেে বাংলাদেশ থেকে পুলিশ ও সশস্ত্রবাহিনীর সদস্য সহ আরও বেশি হারে ফোর্স নেয়ার জন্য জাতিসংঘের ডিপার্টমেন্ট অভ পিস অপারেশনের আন্ডার সেক্রেটারি

আরও পড়ুন

প্রধান উপদেষ্টা জাতিসংঘকে আরও বেশি নারী শান্তিরক্ষী নিয়োগের আহ্বান জানালেন

নিজস্ব প্রতিবেদকঃ রোববার জাতিসংঘের শান্তি কার্যক্রমের আন্ডার-সেক্রেটারি-জেনারেল জঁ-পিয়ের লাক্রোয়া-এর সাথে স্টেট গেস্ট হাউজ জামুনায় এক বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস বাংলাদেশ থেকে আরও বেশি

আরও পড়ুন

ডিবি কর্তৃক নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের ১০ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীতে পৃথক অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরো ১০ সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman

এই বিভাগের আরও