নিজাম উদ্দিনঃ
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলমান অবস্থায় আদাবর থানা এলাকায় মোঃ রুবেল’কে গুলি করে হত্যা মামলার অন্যতম আসামি সাবেক জন প্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন(৫২)’কে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-২
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলমান অবস্থায় আদাবর থানা এলাকায় মোঃ রুবেলকে গুলি করে হত্যা মামলার অন্যতম আসামি সাবেক জন প্রশাসন মন্ত্রী ও সাবেক সংসদ সদস্য ফরহাদ হোসেন(৫২)’কে গতকাল ১৪ সেপ্টেম্বর ২০২৪ইং তারিখ আনুমানিক রাত ২৩.০০ ঘটিকায় রাজধানীর হাতিরঝিল থানাধীন ইস্কাটন এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-২।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন কর্মসূচীকে কেন্দ্র করে কতিপয় দুস্কৃতিকারী ও স্বার্থান্বেষী মহল কোমলমতী শিক্ষার্থীদের উপর নির্বিচারে গুলি করে গত ০৫ আগস্ট মোঃ রুবেলকে গুলি করে হত্যা করে। উক্ত ঘটনায় আদাবর থানায় একটি মামলা হয়
(মামলা নং ০৪/২০৩) গত ২২ আগস্ট রাজধানীর আদাবর থানায় মামলাটি করেন রুবেলের স্বজনরা।
র্যাব বলেন,এছাড়াও মেহেরপুর জেলার মেহেরপুর সদর থানায় সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে মামলা রয়েছে। তার বিরুদ্ধে মোট ৩টি মামলা রয়েছে রাজধানীর সহ বিভিন্ন থানায়। সে-সব মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যায়।
র্যাব আরো বলেন,বর্ণিত মামলায় জড়িত আসামিদের গ্রেফতার সংক্রান্তে আদাবর থানার অফিসার ইনচার্জ এর অধিযাচন পত্রের প্রেক্ষিতে উক্ত ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে র্যাব এ বিষয়ে আসামিদেরকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-২ এর একটি আভিযানিক দল ১৪ সেপ্টেম্বর রাতে এক বিশেষ অভিযানে গভীর রাতে রাজধানীর ইস্কাটন এলাকায় অভিযান পরিচালনা করে সাবেক জন প্রশাসন মন্ত্রী ও সাবেক সংসদ সদস্য ফরহাদ হোসেন(৫২)’কে গ্রেফতার করে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব দুস্কৃতিকারী ও স্বার্থান্বেষী মহলের অপতৎপরতার সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে নজরদারি অব্যাহত রেখেছে বলেও জানান র্যাবের সিনিয়র সহকারী এএসপি শিহাব করিম। তিনি আরো বলেন,
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।