এস এম শাহজাহান কবির জুয়েল, ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
রাজবাড়ী সদর থানা ধীন রামকৃষ্ণপুর এর সাব্বিরের বাড়ির পাশে গোয়াল ঘরের পিছনে বাতাবি লেবু গাছের নিচে ঝরা বাঁশ পাতা দিয়ে একটি ওয়ান শুটার গান লুকিয়ে রেখে সাব্বিরকে অস্ত্র মামলায় ফাঁসানোর জন্য বড়চর বেনিনগর এর মিরাজ নামে পুলিশের এক সোর্স তথ্য দেয় ডিবি পুলিশ কে। রাজবাড়ী ডিবি পুলিশের একটি দল অভিযানে নামে গতরাতে। রাজবাড়ী জেলার পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে উক্ত সোর্স এর দেওয়া তথ্যটি যাচাই করতে গিয়ে সন্দেহ হলে উল্টো সোর্সকে আটক করে রাজবাড়ী ডিবি পুলিশ। উক্ত সোর্স এর দেখানো মতে ২৮-৪-২৪ তারিখ ভোর রাতে রাজবাড়ী সদর থানাধীন রামকৃষ্ণপুর এলাকায় সাব্বিরের বাড়িতে ঢুকতে বাম পাশে জনৈক মুক্তার এর গোয়াল ঘরের পিছনে বাতাবি লেবু গাছের নিচে থেকে ঝরা বাঁশ পাতা দিয়ে লুকানো অবস্থায় উদ্ধার করে একটি ওয়ান শুটার গান। উক্ত সোর্স মিরাজকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে আসল রহস্য।
গ্রেফতারকৃত আসামী মিরাজকে জিজ্ঞাসাবাদে সে জানায় যে, বর্নিত অস্ত্রটি তাকে রাজবাড়ী জেলার দয়াল নগর এলাকার আজম মন্ডল গ্রুপের মোঃ শাকিল শেখ ১৫/২০ দিন আগে রোজার মধ্যে দিয়েছে এবং বলেছে যে, যদি টুকু মিঝির গ্রুপের সাব্বিরকে এই অস্ত্রটি সহ পুলিশের নিকট ধরায়ে দিতে পারে তাহলে মোঃ শাকিল শেখ মিরাজকে ভাল একটা খরচ দিবে। তখন মোঃ শাকিল শেখের কাছ থেকে অস্ত্রটি নিয়ে আসামী মিরাজ শেখ ০৩নং আসামী রানা মোল্লার নিকট রেখে আসে। ২৭/০৪/২০২৪ খ্রিঃ তারিখ রাত্র অনুমান ০৯:০০ টার সময় আসামী মিরাজ শেখ আসামী রানা মোল্লাকে অস্ত্রটি নিয়ে তার কাছে আসতে বললে আসামী রানা মোল্লা অস্ত্রটি নিয়ে রাত অনুমান ০৯:৩০ ঘটিকার সময় বড় চরবেনীনগর মিরাজ শেখের কাছে আসে। আসামী মিরাজ শেখ অস্ত্রটি নিয়ে রনি বিশ্বাস এর হাতে দেয় এবং বলে দেয় যে, অস্ত্রটি যেন সাব্বিরের বাড়ীতে রেখে আসে। রনি বিশ্বাস তাহার সংগীয় রানা মোল্লাকে সাথে নিয়ে পলাতক আসামী আল-আমিন (২৩), পিতা-সিদ্দীক সরদার, মাতা-রাবেয়া বেগম,ভবানীপুর (রেলওয়ে কলোনী), থানা-রাজবাড়ী সদর, জেলা-রাজবাড়ী এর মোটর সাইকেলে করে ২৭/০৪/২০২৪ খ্রিঃ তারিখ রাত ১০:০০ টার সময় সাব্বিরের বাড়ীর সামনে যায় এবং আসামী মিরাজ শেখের কথা মতো রনি বিশ্বাস অস্ত্রটি সাব্বিরের বাড়ীতে ঢুকতে বাম পাশে মোঃ আক্তার হোসেনের গোয়ালঘরের দক্ষিণ পার্শ্বে বাতাবি লেবু গাছের গোড়ায় বাঁশের পাতা দিয়ে ঢেকে রেখে আসে। উক্ত ঘটনায় আসামী ১। মিরাজ শেখ (২৭), পিতা-মৃতঃ আঃ আজিজ শেখ, সাং-বড় চরবেনীনগর, ২। মোঃ শাকিল শেখ (২৮), পিতা-আঃ কাদের শেখ, সাং-দয়ালনগর, ৩। রানা মোল্লা (২৯), পিতা-মোঃ ছালাম মোল্লা, সাং-রেল কলোনী ভবানীপুর, ও আইনের সহিত সংঘাতে জড়িত শিশু ৪। মোঃ রনি বিশ্বাস (১৭), পিতা-মোঃ লিটন বিশ্বাস, সাং-বড় চরবেনীনগর, সর্ব থানা-রাজবাড়ী সদর, জেলা-রাজবাড়ী দেরকে ০১(এক)টি, লোহার তৈরী দেশীয় সচল ওয়ান শ্যূটার গান, যাহাতে ট্রিগার ও ফায়ারিং পিন সংযুক্ত, যাহা বাটসহ আড়া-আড়ি ভাবে লম্বা ১৪.৫ (চৌদ্দ দশমিক পাঁচ) ইঞ্চি, শুধু ব্যারেল লম্বা ১০ (দশ) ইঞ্চি, সহ গ্রেফতার করেন। উক্ত ঘটনার বিষয়ে রাজবাড়ী সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য সিডিএমএস যাচাই করে ধৃত ১ ২ ও ৩নং আসামীর বিরুদ্ধে একাধীক মামলা সংক্রান্তে তথ্য পাওয়া যায়।
টাঙ্গাইলে যৌথবাহিনীর অভিযানে ১ হেক্টর বনভূমি জবরদখলমুক্ত, সাভারে ইটভাটায় ৫ লাখ টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার হাঁটুভাঙ্গা বিটে যৌথ অভিযানে ১ হেক্টর বনভূমি জবরদখলমুক্ত করা হয়েছে। আজ ২৬ ডিসেম্বর জেলা প্রশাসনের নেতৃত্বে সেনাবাহিনী, বন বিভাগ ও