Somoy News BD

ব্রেকিং নিউজ

সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত নকল নবীশ (এক্সট্রা মোহরার)’দের চাকুরী স্থায়ীকরণের দাবিতে অবস্থান ধর্মঘট

মঞ্জুর: সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত নকল নবীশ (এক্সট্রা মোহরার)’দের চাকুরী স্থায়ীকরণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে ২০ অক্টোবর অবস্থান ধর্মঘটের আয়োজন করেন। উক্ত অবস্থান ধর্মঘটে বক্তরা বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে মহান সংসদ সহ সরকারের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ ও কর্মকর্তাগণ নকল নবীশদের চাকুরী জাতীয়কর আওতায় আনার ঘোষণা দিয়েছিলেন। এরপর বহু সরকারের পালাবাদল ঘটে। কিন্তু নকল নবীশদের খোঁজ কেউ রাখেনি। আশার আলো নিয়ে নকল নবীশরা এখনও স্বপ্ন দেখেন বর্তমান সরকারের দায়িত্বরত মহান ব্যক্তিবর্গগণ নকল নবীশদের একা নারী চাকুরী জাতীয়করণের প্রয়োজনীয় পদক্ষেপ নিবেন। বিধিবাম বিভিন্ন সময়ে দেওয়া প্রতিশ্রুতি আজও বাস্তবায়ন করা হয়নি। দেশের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, হাইকোর্ট, সুপ্রীমকোর্ট এর নকল নবীশ মিডওয়াইফারি নার্সদেরকেও রাজস্ব খাতে অন্তর্ভূক্ত করা হয়েছে। কিন্তু আইন মন্ত্রণালয়ের নিবন্ধন অধিদপ্তরের নকল নবীশদের বিষয়টি আজো সংশ্লিষ্ট দপ্তর আমলে নেননি। নকল নবীশ সরকারি কোন বেতন ভাতা পান না। সমাজের মানুষ জানে তারা সরকারি চাকুরী করেন। কিন্তু বাস্তবে নকল নবীশরা জমির দলিশের এক পৃষ্ঠা বালামে লেখলে মাত্র ২৪ টাকা মজুরি পায়। প্রকৃতপক্ষে এক পৃষ্ঠা বালাম লেখার জন্য জনগণের কাছ থেকে সরকার রাজস্ব দেয় ৪০ টাকা। সেখান থেকে নকল নবীশদের দেয়া হচ্ছে ২৪ টাকা। বাকি ১৬ টাকা রাজস্ব খাতে জমা হচ্ছে। নকল নবীশরা টাকা দিয়েই তাদের চাকুরী স্থায়ীকরণ করা সম্ভব। নকল নবীশদের দীর্ঘদিনের দাবি চাকুরী স্থায়ী করা হোক। কিন্তু সরকারের সংশ্লিষ্ট মহলে বিষয়টি নিয়ে কথা বলার অভাবে আমরা আজও অন্ধকারেই রয়ে গেছি। আইন ও বিচার বিভাগের নিবন্ধন অধিদপ্তর দেশের ২য় বৃহত্তম রাজস্ব আদায়কারী প্রতিষ্ঠান। এটি রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ সেক্টর, আমরাই জনগণের ভূমি নিবন্ধনের স্থায়ী রেকর্ড করে থাকি। অনেক আগেই নকল নবীশদের চাকুরী রাজস্ব খাতে নেয়া উচিত ছিলো।বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবিস) এসোসিয়েশনের পক্ষ থেকে ইতিমধ্যে মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় আইন উপ সচিব মহোদয়, আইজিআর মহোদয়গণদের নিকট চাকরি স্থায়ীকরণের দাবিতে স্মারকলিপিতে প্রদান করা হয়। নতুন বাংলাদেশ বিনির্মাণে ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সক্ষম শহীদদের ন্যায্য দাবী পূরণ তাহলেই আমরা দ্রুত কর্মস্থলে ফিরে যেতে পারবো। বর্তমান দ্রব্যমূল্যের বাজারে আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। পরিবার-পরিজন নিয়ে বর্তমানে তারা মানবেতর জীবন যাপন করছে।  অবস্থান ধর্মঘটে সভাপতিত্ব করেন সভাপতি মোঃ রফিকুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোঃ আল-আমিন সরকার। এছাড়ও কেন্দ্রীয় নেতৃবৃন্দগণ, কেন্দ্রীয় সমন্বয়কগণ, বিভাগ/জেলা/শাখা অফিসের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি

নিজস্ব প্রতিবেদক : সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও জনগণের পক্ষ থেকে স্বৈরশাসন ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে দাবি উঠেছে, তা

আরও পড়ুন

ঐকমত্য কমিশনের বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় ঐকমত্য কমিশনের এক সভা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন

ফ্যাক্ট চেকিং ও গুজব প্রতিরোধে তথ্য কর্মকর্তাদের বিশেষ দক্ষতা নিয়ে কাজ করতে হবে : প্রধান তথ্য অফিসার

নিজস্ব প্রতিবেদকঃ প্রধান তথ্য অফিসার মো. নিজামূল কবীর বলেছেন, ফ্যাক্ট চেকিং ও গুজব প্রতিরোধে তথ্য কর্মকর্তাদের বিশেষ দক্ষতা নিয়ে কাজ করতে হবে। বুধবার (৭ই মে)

আরও পড়ুন

বাংলাদেশ থেকে বৈধ পথে আরও কর্মী নিতে আগ্রহী ইতালি- স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ থেকে বৈধ পথে আরও বেশি হারে দক্ষ ও প্রশিক্ষিত কর্মী নিতে আগ্রহী ইতালি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman