Somoy News BD

২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ , শুক্রবার
ব্রেকিং নিউজ

নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যা, স্বল্প সময়ের মধ্যে আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ
নড়াইলের লোহাগড়া থানাধীন লাহুড়িয়া পশ্চিমপাড়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আসামীদের সাথে মামলার ভিকটিম মৃত আকবার হোসেন শেখের পরিবারের অন্যান্য সদস্যদের দীঘদিন ধরে গ্রাম্য ও সামাজিক দলাদলি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায়  গত ৩১/০৩/২০২৫ খ্রিঃ আকবার হোসেন শেখ নামের  ব্যক্তিকে হত্যার উদ্দেশ্যে এলোপাথাড়ি মারপিট করে গুরুতর জখম করে। ভিকটিম আকবার হোসেন শেখ লোহাগড়া থানার লাহুড়িয়া পশ্চিমপাড়া গ্রামের মৃত মিকাইল ওরফে মেকরেজ শেখের ছেলে। ঘটনার দিন গত ইং-৩১/০৩/২০২৫ তারিখ ঈদুল ফিতরের দিন দুপুর অনুমান ১৪:০০ ঘটিকায় ভিকটিমের বসতবাড়ি থেকে অনুমান ১৫০ গজ পূর্ব দিকে চৌরাস্তায় আসামীগন ভিকটিম আকবার হোসেন শেখ ও  তার পরিবারের অন্যান্য সদস্যদের খুন জখম করার জন্য ওৎ পেতে থাকে। ঐ সময় আসামীরা ভিকটিম আকবার হোসেন শেখ, ভিকটিমের ভাই মোঃ আকরাম শেখ, ছেলে রাসেল, রিয়াজ, পুতা ছেলে শাওনসহ বেশ কয়েকজনকে পেয়ে অর্তকিতভাবে আক্রমন করে। তখন স্থানীয় লোকজন ঠেকিয়ে দেয়। অতঃপর আসামীরা ভিকটিম আকবার হোসেন শেখকে হত্যার করার পরিকল্পনা করে। ভিকটিম চৌরাস্তা হতে তাদের জমি তদারকি করতে চলে যায়। ভিকটিম তাদের উক্ত জমি দেখে মাঠের মধ্য দিয়ে আড়াআগি নিজ বাড়ি ফেরার পথে রওনা করে ইং-৩১/০৩/২০২৫ তারিখ দুপুর অনুমান ১৫:০০ ঘটিকায় নড়াইল জেলার লোহাগড়া খানাধীন লাহুড়িয়া পশ্চিমপাড়া গ্রামস্থ জনৈক আতিয়ার রহমান, পিতা-মৃত সামাদ নায়েব এর আবাদী জমিতে পৌছানো মাত্র পূর্ব-পরিকল্পিতভাবে এজাহারনামীয় আসামীগন তাদের হাতে থাকা দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে বে-আইনী জনতাবদ্ধে ভিকটিম আকবার হোসেন শেখের পথরোধ করে ঘিরে ধরে। তখন ০২নং আসামী-মোঃ জাকারিয়া মোল্যা বলে কামরান হুকুম দিছে হত্যা করতে। যতো টাকা লাগে আমি দেব। আমাদের সাথে বিরোধিতা করার সাধ মিটায়ে দে। হত্যা করে লাশ মাঠের মধ্যে ফেলে রাখ। উক্ত হুকুম পাওয়ার সাথে সাথে এজাহারনামীয় সকল আসামীরা ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়িভাবে মারপিট করে এবং ধারালো অস্ত্র দ্বারা কোপাইয়া শরীরের বিভিন্ন স্থানে গুরুতর রক্তাক্ত কাটা জখম করে। ১০নং আসামী-সাদ্দাম তার হাতে থাকা ধারালো চাপাতি দিয়ে হত্যার উদ্দেশ্যে ভিকটিমের ডান পায়ের পিছনে কোপ মেরে গভীর কাটা গুরুতর রক্তাক্ত জখম করে। ভিকটিম আকবার হোসেন শেখ ডাক-চিৎকার করতে থাকে। ডাক-চিৎকার শুনে ভিকটিমের ভাই আকরাম শেখের বাড়ী থেকে এজাহারনামীয় সাক্ষীগণসহ আরো অনেকে ছুটে যায় এবং ঘটনা দেখে চিৎকার চেচামেচী করতে থাকে। তখন আসামীরা বিভিন্ন ধরনের হুমকি দিয়ে চলে যায়। সাক্ষীরা ভিকটিমকে উদ্ধার করে ভিকটিমের ভাই এর বাড়িতে নিয়ে যায়। সংবাদ পেয়ে ভিকটিমের স্রি ো ও তার পরিবারের অন্যান্য সদস্যরা সেখানে গিয়ে ভিকটিমকে গুরুতর রক্তাক্ত জখম অবস্থায় চিকিৎসার জন্য এ্যাম্বুলেন্স যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মহম্মদপুর, মাগুরার উদ্দেশ্যে রওনা করে একই তারিখ বিকাল অনুমান ১৬:১৫ ঘটিকার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মহম্মদপুর, মাগুরা পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে দেখে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় নিহতের স্রিাল বাদী হয়ে লোহাগড়া থানায় এজাহার দায়ের করলে  মামলা রুজু হয়। মামলা রুজুর সাথে সাথে নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী এহসানুল কবীর মহোদয়ের নির্দেশনায় অত্র এলাকায় পুলিশি টহল জোরদার করা হয় এবং হত্যাকাণ্ডে জড়িত আসামিদের গ্রেফতারের জন্য তৎপর হয় পুলিশ। লাহুড়িয়া তদন্ত কেন্দ্রের এসআই(নিঃ) নিক্কন আঢ্য সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে অদ্য ০৭ এপ্রিল (সোমবার) অত্র মামলার এজাহার নামীয় ৩ নং আসামী মোঃ জাকারিয়া মোল্যা ওরফে জাকির হোসেন (৫৫), পিতা-মৃত রোস্তম মোল্যা, সাং-লাহুড়িয়া পশ্চিমপাড়া, থানা-লোহাগড়া, জেলা-নড়াইল ও ১০নং আসামী- সাদ্দাম হোসেন ওরফে মোঃ জাহিদুল ইসলাম (৩২), পিতা-মৃত মাফুজার রহমান মোল্যা, সাং-লাহুড়িয়া পশ্চিমপাড়া, থানা-লোহাগড়া, জেলা-নড়াইলদ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়।

নড়াইল জেলার পুলিশ সুপার মহোদয়ের সময়োপযোগী ও সাহসী পদক্ষেপে অত্র এলাকার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতার করতে জেলা পুলিশের একাধিক টিম কাজ করছে।

Related Articles

জুলাইবিপ্লবী শহিদ হাসানকে দেখতে হাসপাতালে ধর্ম উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদকঃ জুলাইবিপ্লবী শহিদ হাসানকে দেখতে হাসপাতালে গেলেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। আজ সকালে হাসান নিহত হওয়ার খবর পাওয়ার পর তিনি

আরও পড়ুন

ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ জনকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর উত্তরা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ছয় সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির উত্তরা পশ্চিম থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- ১। রাসেল

আরও পড়ুন

নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে আমরা একজোটঃশারমিন এস মুরশিদ

নিজস্ব প্রতিবেদক : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, গ্রামের প্রান্তিক পর্যায়ে পর্যন্ত সমাজের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী বিশেষ করে নারী

আরও পড়ুন

বৈষম্য বিরোধী সংস্কার পরিষদ (FBCCI) এর সংবাদ সম্মেলন

লমঞ্জুর: বৈষম্য বিরোধী সংস্কার পরিষদ (FBCCI) ২২ মে ২০২৫ জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, আহবায়ক জাকির হোসেন

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman