নিজস্ব প্রতিবেদকঃ
রাজধানীর পল্টন এলাকা থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেল ফেনী থেকে উদ্ধারসহ আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর ডিবি-মতিঝিল বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো-১। হানিফ মোল্লা (৩০) ২। শরীফুল ইসলাম (৩০) ৩। মেহেদী হাসান (২৮) ও ৪। শারাফত উল্লাহ ওরফে পিয়াস (২৮)। ডিবির ধারাবাহিক অভিযানে বিভিন্ন স্থান হতে তাদের গ্রেফতার করা হয়।
ডিবি-মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, গত ৩০ মার্চ ২০২৫ খ্রি. বিকেলে পল্টনের মিনা বাজার সংলগ্ন বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারের সামনে ফুটপাত থেকে একটি YAMAHA MT-15 মোটরসাইকেল চুরি হয়। এই ঘটনায় পল্টন মডেল থানায় একটি মামলা রুজু হয়।
ডিবি-মতিঝিল বিভাগ সূত্রে আরও জানা যায়, থানা পুলিশের পাশাপাশি মামলাটির তদন্ত শুরু করে ডিবি- মতিঝিল বিভাগের মতিঝিল জোনাল টিম। নিবিড় তদন্তে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্য-প্রযুক্তির সহায়তায় গত ৮ মে ২০২৫ খ্রি. হানিফ মোল্লা ও শরীফুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যমতে ১২ মে ২০২৫ খ্রি. মাদারীপুর জেলার রাজৈর এলাকা থেকে মেহেদী হাসানকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী ১৯ মে ২০২৫ খ্রি. ফেনী জেলার সদর থানাধীন স্বরণ পাহাড়তলী এলাকা থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয় এবং শারাফত উল্লাহ ওরফে পিয়াসকে গ্রেফতার করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় সদস্য। এই চক্রটি বিভিন্ন জেলা থেকে মোটরসাইকেল চুরি করে সেগুলো দেশের বিভিন্ন প্রান্তে বিক্রি করতো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
প্রাথমিক তদন্তে জানা যায়, গ্রেফতারকৃত হানিফ মোল্লার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় চুরি, ছিনতাই ও মাদকের মোট ১৮টি মামলা রয়েছে। এছাড়া শরীফুল ইসলামের নামে ৭টি এবং মেহেদী হাসানের নামে ৬টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।