Somoy News BD

১লা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , মঙ্গলবার
ব্রেকিং নিউজ

বাংলাদেশ ডেন্টাল সোসাইটি নির্বাচন-২০২৪ সংক্রান্ত  গোল টেবিল বৈঠক ও মতবিনিময় সভা

মঞ্জুর: বাংলাদেশ ডেন্টাল সোসাইটি নির্বাচন-২০২৪ সংক্রান্ত গোল টেবিল বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটি বৃহস্পতিবার ৩ অক্টোব জাতীয় প্রেস ক্লাবে “বাংলাদেশ ডিন্টাল সোসাইটি নির্বাচন-২০২৪ সংক্রান্ত গোল টেবিল বৈঠক ও মতবিনিময়” শিরনামে একটি সভার আয়োজন করে । এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডেন্টাল সোসাইটির অন্তর্বরতীকালীন প্রধান নির্বাচন কমিশনার- অধ্যাপক ডা: সালাহউদ্দিন আল আজাদ, নির্বাচন কমিশনার ডা: এস এম তানভীর ইসলাম ও ডা: সিফাতউদ্দীন খান। এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা ডেন্টাল কলেজ এর সম্মানিত অধ্যক্ষ অধ্যাপক ডা: পরিমল চন্দ্র মল্লিক, স্বাস্থ্য অধিদপ্তর এর পরিচালক ডেন্টাল শিক্ষা ডা: আ ফ ম শহীদুর রহমান, বিএসএমএমইউ এর
উপরেজিস্ট্রার-০১ ডা: এ কে এম কবির আহমেদ রিয়াজ সহ দেশের বিভিন্ন ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট এর অধ্যক্ষ এবং তাদের প্রতিনিধিত্বকারী ও ডেন্টিস্ট্রিতে বিভিন্ন পেশাজীবি সংগঠন এর সভাপতি/সাধারণ সম্পাদক এবং দেশের বিভিন্ন প্রান্তের সাধারণ ডেন্টাল সারজন গন। নির্বাচন কমিশন এর পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার মুল বক্তব্য উপস্থাপন করেন। বাংলাদেশ ডেন্টাল সোসাইটি, রেজিষ্টার্ড ডেন্টাল সারজনগনের জাতীয় সংগঠন যা ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত হয়। বিগত ২০১৫ ইং সনে নির্বাচনে গঠিত কার্যকারী পরিষদ ২০১৮ ইং সনে মেয়াদ শেষ হলেও নানা অজুহাতে আরো ৬ বছর পার করে দেয়। ইতমধ্যে ছাত্র-জনতার বিপ্লবে নতুনভাবে দেশ গঠন শুরু হলে দীর্ঘদিন স্তব্ধ বাক স্বাধীনতা ফিরে পেয়ে পেশাজীবি সংগঠনগুলো নব উদ্যমে পেশার উন্নয়নে মেয়াদউত্তীর্ন কমিটির সভাপতি ও
মহাসচিবকে ক্রমাগত চাপ প্রয়োগ করে। পরবর্তীতে সাধারণ ডেন্টাল সারজনগনের সক্রিয়তায় প্রাক্তন মহাসচিব অধ্যাপক ডা: হুমায়ুন কবির বুলবুল পদত্যাগ করেন এবং প্রাক্তন সভাপতি অধ্যাপক ডা:আবুল কাসেম তার নির্বাহী ক্ষমতাবলে ডেন্টাল সোসাইটির সর্বশেষ মুদ্রিত সংবিধানের ধারা- ১৯.৪ ( ২য় খন্ড), ধারা-১৮.৩ ও ১৮.৪ এবং ধারা-২০.১ ও ২০.৫ (৩য় খন্ড) কে আমলে নিয়ে উদ্ভুত পরিস্থিতিতে ৩ সদস্য বিশিষ্ট নতুন নির্বাচন কমিশন গঠন করেন এবং সমস্ত শাখা ও উপকমিটি বিলুপ্ত ঘোষণা করেন। অধ্যাপক ডা এস এম সালাহউদ্দিন আল আজাদ কে প্রধান এবং ডা: এস এম তানভীর ইসলাম ও ডা: সিফাতউদ্দীন খান কে কমিশন সদস্য করে গঠিত নির্বাচন কমিশন দীর্ঘ সময় বন্ধ থাকা সোসাইটি অফিস পুন: সচল করার পাশাপাশি দেশের বন্যা পরিস্থিতিতে করনীয় নির্ধারনে নানা উদ্যোগ গ্রহন করেন। ইতমধ্যে, হালনাগাদ খসড়া ভোটার তালিকা প্রস্তুতির জন্য বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল এর সহায়তায় নির্বাচন সম্পন্ন করার জন্য ভোট প্রদানের জন্য উপযুক্ত চিকিৎসকগনের তালিকা প্রস্তুতি সম্পন্ন করেন যারা ডেন্টাল সোসাইটির সদস্যপদের শর্তপুরন সাপেক্ষে নিজেদের ভোটাধিকার নিশ্চিত করবেন। পাশাপাশি সদ্য বিদায়ী সভাপতি ও মহাসচিব এবং কোষাধ্যক্ষের সাথে আলোচনা করে সোসাইটির নামে পরিচালিত হিসাবের স্টেটমেন্ট উত্তোলন ও নির্বাচন সম্পন্ন করার জন্য খসড়া বাজেট প্রস্তুতির কাজ শেষ করেন। ইতমধ্যে সংবিধান অনুযায়ী ৩ মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা থাকায় ২৯.০৯.২০২৪ ইং তারিখে নির্বাচন এর তফসিল ঘোষণা করেন। গনতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন সম্পন্ন করার জন্য অংশীজনের সাথে দফায় দফায় সোসাইটি অফিস এবং এর বাইরে প্রাক্তন নির্বাচন কমিশনারগনের সাথে যোগাযোগ করেন। এই সমস্ত কাজ সম্পাদনের প্রাক্কালে সামাজিক মাধ্যম এবং কয়েকটি অনলাইন পোর্টাল এ নির্বাচন কমিশন নিয়ে নেতিবাচক বক্তব্য ও সাধারণ ডেন্টাল সারজনগনকে বিভ্রান্ত করার প্রচেস্টা চালানো হয়। যদিও এই সংখ্যা খুবই নগন্য। ফলশ্রুতিতে দ্রুত অংশগ্রহণমুলক নির্বাচন এর তাগিদে জাতীয়ভাবে ডেন্টাল সোসাইটি ও পেশা এবং নির্বাচন কমিশন ও নির্বাচন প্রক্রিয়াকে সকল বিতর্ক এর বাইরে রেখে সাধারণ ডেন্টাল সারজন গন কে ভোটার হিসাবে অন্তর্ভুক্ত হওয়ার পরিস্কার ধারনা, প্রার্থীর যোগ্যতা ও মনোয়নপত্র জমাদান,প্রত্যাহার ও নির্বাচন সম্পাদনের সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য আজকের এই গোলটেবিল বৈঠক, সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভার আয়োজন করা হয় যেখানে ডেন্টিস্ট্রি পেশার বিভিন্ন অংশীজন যেমন-বিএসএমএমইউ, স্বাস্থ্য অধিদপ্তর, সরকারি ঢাকা ডেন্টাল কলেজ ও দেশের সকল বেসরকারি ডেন্টাল কলেজ এবং ইউনিট ও পেশাজীবি সংগঠন সমুহের প্রতিনিধিগন ও দেশের বিভিন্ন প্রান্তিক অঞ্চলের প্রাক্টিশনার ও চিকিৎসক প্রতিষ্ঠান এ কর্মরত দন্ত্য চিকিৎসকগন অংশগ্রহণ করেন। পুরো আলোচনায় সুস্পষ্ট বর্ণনা, সুসঠু নির্বাচন এর জন্য পরামর্শ, ভোটদান এর স্থান, ভোটারদের যাতায়ত ও ভোটার তালিকা প্রকাশ নিয়ে অংশগ্রহণকারী চিকিৎসকগন গঠনমূলক পরামর্শ প্রদান করেন। দীর্ঘদিন গনতান্ত্রিক চর্চার বাইরে থাকা সাধারণ ডেন্টাল সারজন গন এবং ভোটদানে উৎসাহী বিপুল সংখ্যাক চিকিৎসকদের স্বার্থ বিবেচনায় এবং সুবিধাবাদী গোসঠীর অপচেষ্টা সাংবিধানিক ও নিয়মতান্ত্রিকভাবে প্রতিরোধের জন্য এই গঠনমুলক প্রয়াস।। উল্লেখ্য, বাংলাদেশ ডেন্টাল সোসাইটি, রেজিষ্টার্ড ডেন্টাল সারজনগনের জাতীয় সংগঠন।

Related Articles

সম্মানজনক মার্কিন পুরস্কার পাওয়ায় জুলাই কন্যাদের প্রধান উপদেষ্টার অভিনন্দন

নিজস্ব প্রতিবেদকঃ অসীম সাহসিকতার প্রতীক আমাদের জুলাই কন্যাদের প্রতি, ২০২৫ সালের যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মর্যাদাপূর্ণ ‘আন্তর্জাতিক সাহসী নারী’ পুরস্কার অর্জন করায় তোমাদের সবাইকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন

আরও পড়ুন

আজকের শিশুরা আগামীদিনের জাতির শ্রেষ্ঠ সম্পদঃশারমিন এস মুরশিদ

নিজস্ব প্রতিবেদকঃ সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, আজকের শিশুরা আগামীদিনের জাতির শ্রেষ্ঠ সম্পদ। তাদের লেখাপড়া, তাদের কর্মজীবনে এগিয়ে

আরও পড়ুন

বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫: বৈশ্বিক বিনিয়োগের দুয়ার খুলছে

নিজস্ব প্রতিবেদক : আগামী ৭-১০ এপ্রিল রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)’র আয়োজনে “বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫” অনুষ্ঠিত হবে। সামিটের মূল লক্ষ্য

আরও পড়ুন

এয়ারলাইন্সগুলো এয়ারলাইন্সগুলোর টিকিট ভাড়া কমাতে সরকারে সিদ্ধান্তকে স্বাগত জানলো আটাব

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবগামী ফ্লাইটসহ বিভিন্ন গন্তব্যে এয়ারলাইন্সগুলোর টিকিট ভাড়া ৭৫ শতাংশ পর্যন্ত কমিয়ে আনতে সক্ষম হওয়ায় সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman

এই বিভাগের আরও