নিজস্ব প্রতিবেদকঃ
অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর হাতিরঝিল থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পেশাদার মাদক কারবারি ও চোরসহ বিভিন্ন অপরাধে জড়িত ১১ জনকে গ্রেফতার করেছে ডিএমপির হাতিরঝিল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ রাকিবুল হাসান শান্ত (২৮) ২। মোছাঃ খাদিজা বেগম ( ) ৩। মোঃ শামীম (২৫) ৪। জুবায়ের হাসান (২২) ৫। মোঃ ইমরুল খান (২৩) ৬। সোহেল রানা (৩০) ৭। কামরুল ইসলাম (৪০) ৮। সোহেল রানা (৩০) ৯। মোঃ রবিউল হাসান (২২) ১০। মোঃ মোস্তাকিম (২১) ও ১১। মোঃ শাহীন (৩৫)।
গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ২৫০ গ্রাম গাঁজা, মাদকদ্রব্য বিক্রয়লব্ধ নগদ এক হাজর ৮৪০ টাকা ও একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
শুক্রবার (০২ মে ২০২৫ খ্রি.) হাতিরঝিল থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
হাতিরঝিল থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে চোর, পেশাদার মাদক কারবারি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।