Somoy News BD

ব্রেকিং নিউজ
<
Pause
>

“শূন্যতত্ত্ব: দারিদ্র বিমোচন, বেকারত্ব নিরসন ও প্রাকৃতিক বিপর্যয় প্রতিরোধ” শীর্ষক সেমিনার।

মোঃজহিরুল ইসলামঃ
বিশ্ব সভ্যতা পরিবর্তনশীল। এ সভ্যতার কল্যাণেই বহু দার্শনিক তত্ত্বের উদ্ভব। যুগের চাহিদা ও সময়ের আবর্তে এরূপ তত্ত্ব বা মতবাদের  আবির্ভাব। মানব সভ্যতার গতিশীলতা আনয়ন ও বিশ্বকে নিয়ন্ত্রণে অনেক যুগান্তকারী মতবাদ ব্যাপক প্রভাব বিস্তার করেছে। সাম্প্রতিক বিশ্ববাসীর কাছে ‘থ্রি জিরো’ নামের একটি তত্ত্ব উপস্থাপিত হয়েছে। থ্রি জিরো বা তিনশূন্য তত্ত্বটি বর্তমান বিশ্বে বেশ প্রশংসিত।এ মানবকল্যাণমূলক তিনশূন্য তত্ত্বের উদ্ভব বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশে। বিশ্বের সামাজিক, অর্থনৈতিক ও জলবায়ু পরিবর্তনটি ঘিরে তিন ‘শুন্য’ তত্ত্বের ধারণা। এ ধারণা প্রদান করেন নোবেল বিজয়ী ও খ্যাতিমান অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস। জাতি হিসেবে এাঁ আমাদের গর্ব এবং অহংকারের বিষয়ে যে, দেশের বর্তমান সরকার প্রধানই এ ‘তিনশূন্য’ তত্ত্বের প্রবর্তক। জাতি আজ উচ্ছ্বসিত। মাননীয় প্রধান উপদেষ্টা বৈশ্বিক কল্যাণের লক্ষ্যে একটি দার্শনিক তত্ত্ব বিশ্ববাসীর নিকট উপস্থাপন করেছেন।
<span;>’তিনশূন্য’ তত্ত্বের ধারণা প্রথম প্রস্তাবিত হয় রাজধানীর ঢাকাস্থ্য চীন-মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠাতা ও খ্যাতিমান অর্থনীতিবিদ প্রফেসর ডা. মুহাম্মদ ইউনুস ‘সামাজিক ব্যবসা দিবস-২০১৫’ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ তত্ত্ব প্রদান করেন। তাঁর মতে বাসযোগ্য বিশ্ব গড়ে তোলার লক্ষ্যে বিশ্ববাসীকে তিন শূন্যের লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে। যার মাধ্যমে বেশ কিছু অর্থ-সামাজিক ও পরিবেশ উন্নয়ন বিষয়ক সূচক অর্জন করা সম্ভব হবে।  অর্থাৎ দারিদ্র, বেকারত্ব ও কার্বন নিঃসরণ শূন্যের মাত্রায় নিয়ে আসা। এ লক্ষ্য অর্জিত হলেই বিশ্ব টেকসই উন্নয়নের পথে এগিয়ে যাবে।আজকের সেমিনারে প্রধান অতিথি হিসেবে ছিলেন, ড. মোঃ মহিউদ্দিন । সচিব, সমাজকল্যাণ মন্ত্রণালয় ।
এবং আজকে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, জনাব মোঃ সাইদুর রহমান খান মহাপরিচালক, সমাজসেবা অধিদপ্তর, ঢাকা ।

Related Articles

বর্তমানে ছেলেদের চাইতে মেয়েরা শিক্ষাসহ সকলক্ষেত্রে এগিয়ে যাচ্ছেঃ শারমিন এস মুরশিদ

নিজস্ব প্রতিবেদক  : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, আমাদের সরকার কর্মক্ষেত্রে সাফল্য অর্জনে সর্বক্ষেত্রে মেয়েদের সমান সুযোগ দিতে

আরও পড়ুন

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা শেষে দেশে প্রত্যাবর্তন উপলক্ষে গাড়ি পার্কিং সংক্রান্ত নির্দেশনা

নিজস্ব প্রতিবেদকঃ এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ০৬/০৫/২০২৫ খ্রি. তারিখ সকাল ১০.৩০ ঘটিকায় বিএনপি চেয়ারপার্সন ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মাননীয় প্রধানমন্ত্রী

আরও পড়ুন

ফ্যাসিবাদের পক্ষে সম্মতি উৎপাদন না করতে গণমাধ্যমের প্রতি তথ্য উপদেষ্টার আহ্বান

নিজস্ব প্রতিবেদকঃ ফ্যাসিবাদের পক্ষে সম্মতি উৎপাদন না করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ মাহফুজ আলম। সোমবার (৫ই মে) তথ্য ভবনে বিশ্ব

আরও পড়ুন

স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধান উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক : দেশের স্বাস্থ্য খাতে দীর্ঘ দিন থেকে যেসব সমস্যা রয়েছে তা নিরসনে স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে উল্লেখ করে যেসব

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman