Somoy News BD

২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , রবিবার
ব্রেকিং নিউজ

নারী ও শিশু মন্ত্রণালয়ে ইন্টারনি খোলার ব্যবস্থা করা হবেঃ উপদেষ্টা শারমিন এস মুরশিদ

মোঃআশরাফুল আলম
মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ  সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে বক্তৃতায় বেগম রোকেয়ার রাষ্ট্র ও সমাজ গড়ার ভাবনার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, বাঙালি নারী জাগরণের বিশেষকরে মুসলিম নারী জাগরণের অগ্রদূত শুধু নয়, বেগম রোকেয়া নারীদের অগ্রজ ও সাহসী সৈনিক এ কথা বলার অপেক্ষা রাখে না। তিনি বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন তরুণ প্রজন্ম তোমরা ২৪ এর গণঅভ্যুত্থানে দেখিয়েছো, সে স্বপ্ন বাস্তবায়নে তোমাদের প্রজন্মের সাহস ও ত্যাগ অনস্বীকার্য। তোমরা প্রতিকূলতার সামনেও মাথা নত করোনি, শোষণ ও বৈষম্য মুক্ত একটি দেশের জন্য তোমরা মেয়েরা ছিলে দৃঢ়প্রতিজ্ঞ। ৭১ এর মুক্তিযুদ্ধ এবং ২০২৪ এর বিপ্লবে মেয়েদের যে নারী জাগরণ আমরা দেখতে পেয়েছি, তোমাদের আমরা হারিয়ে যেতে দেবো না, তোমাদের যারা স্নাতকোত্তর অর্জন করেছো, তোমাদের জন্য নারী ও শিশু মন্ত্রণালয়ে ইন্টারনি খোলার ব্যবস্থা করা হবে যাতে তোমরা এই মন্ত্রণালয়ের ইন্টারনির মাধ্যমে মন্ত্রণালয়ের প্রশাসন , সমাজে মানুষের কল্যাণমূলক কাজ সম্পর্কে গবেষণা করতে পারবে।

তিনি আজ রাজধানীর অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে সমাবর্তন বক্তৃতায় এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.পারভীন হাসান। অনুষ্ঠানে বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান , সদস্যবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিশিষ্টজনেরা  অংশ নেন।

উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অনুমোদিত শুধুমাত্র মেয়েদের জন্য দেশের এই অনন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তনে উপস্থিত হতে পেরে আমি আনন্দিত। আজকের এই বিশেষ দিনে স্নাতক হওয়া শিক্ষার্থীদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। এই দিনটি শুধুমাত্র একটি আনুষ্ঠানিকতা নয় বরং এটি একটি অর্জনের মুহূর্ত এবং একইসঙ্গে একটি নতুন যাত্রার সূচনা। যারা আজ শিক্ষাজীবনের  এক গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ করেছো, তাদের প্রতি রইল আমার আন্তরিক শুভকামনা।

তিনি বলেন, তোমাদের মনে রাখতে হবে শিক্ষা মানুষের শুধু ডিগ্রি দেয় না, মানুষকে সচেতন ও দায়িত্ববান করে তোলে। শিক্ষার প্রকৃত উদ্দেশ্য হলো সত্যের সন্ধান, ন্যায়ের প্রতি অঙ্গীকার এবং সমাজ ও পরিবেশের প্রতি দায়বদ্ধতা সৃষ্টি করা । সমাবর্তনের মুহূর্তে শুধু নিজের জন্য নয়, গোটা সমাজ ও পৃথিবীর বুকে বাংলাদেশেকে নতুনভাবে পরিচয় করে তুলতে আমি তোমাদের আহ্বান জানাই। আমি বিশ্বাস করি প্রতিটি শিক্ষার্থীই একজন সম্ভাব্য পরিবর্তনের দূত। সমাজে, রাষ্ট্রে , বিশ্বে তোমরা ন্যায় ও অন্যায়ের পক্ষে অবস্থান নেবে। প্রশ্ন করবে, প্রতিবাদ করবে, প্রয়োজনে নেতৃত্ব দেবে। একসাথে আমরা বাংলাদেশকে সকল শোষণ ও বৈষম্য থেকে মুক্ত করবো। এমন একটি দেশ গড়ে তুলবো যা ন্যায়বিচার, আইনের শাসন নিশ্চিত করে এবং বিশ্বে অনুকরণীয় উদাহরণ সৃষ্টি করে। এই দেশ আমাদের সবার, সবাই মিলে কাজ করি নতুন বাংলাদেশের জন্য এ আশাবাদ ব্যক্ত করেন তি

Related Articles

O ও A লেভেল অ্যাওয়ার্ড পেলেন ২ হাজার ৩৯১ জন শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদকঃ দেশের মেধাবী শিক্ষার্থীদের নতুন, টেকসই ও প্রকৃতিনির্ভর (ইকোসেন্ট্রিক) বাংলাদেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা

আরও পড়ুন

গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়ি পোড়ানো মামলার এজাহারনামীয় আসামিসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরো পাঁচ নেতা গ্রেফতার করেছে ডিবি

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীতে পৃথক অভিযান পরিচালনা করে গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়ি পোড়ানো মামলার এজাহারনামীয় আসামিসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরো পাঁচ নেতাকে গ্রেফতার করেছে ডিএমপির

আরও পড়ুন

ঝটিকা মিছিল বিরোধী অভিযান; ডিবি কর্তৃক আরো ০৮ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরো আট সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা

আরও পড়ুন

সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তন:পরিবেশ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদকঃ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, শিক্ষা মানে শুধু ডিগ্রি অর্জন নয়—এটি সত্য, ন্যায় এবং

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman